বগুড়ার গাবতলীতে রুপালী ব্যাংকে ডাকাতির চেষ্টাঃ২ নিরাপত্তারক্ষী আহত

Attempted robbery at Rupali Bank in Gabtali, Bogra: Two security guards injured

বগুড়ার গাবতলীতে রুপালী ব্যাংকে ডাকাতির চেষ্টাঃ২ নিরাপত্তারক্ষী আহত

জাকির হোসেন রণি, উত্তরাঞ্চলীয় ব্যূরো প্রধানঃ

দিনে দুপুরে ডাকাতির চেষ্টা গল্পে উপন্যাসে নতুন কিছু নয়।কিন্তু বাস্তবেও  এমন ঘটনা খুবই বিরল। হ্যা! এমন ঘটনাই ঘটেছে বগুড়া  জেলার গাবতলী উপজেলায়।  ছুরিকাঘাত ও দাহ্য পদার্থ ছুড়ে দুই নিরাপত্তারক্ষীকে আহত করে রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে।  এ সময় মুখোশধারী চোরদের নিক্ষিপ্ত দাহ্য পদার্থে ও ছুরিকাঘাতে দুই আনসার সদস্য আহত হয়েছেন। তাদের নাম হাবিবুর রহমান (২৪) ও মাসুদ রানা (২৭)।

 

চোরের উপস্থিতি টের পেয়ে আনসার সদস্যরা তাদের প্রতিহত করার চেষ্টা করেন। তখন চোররা কাছে থাকা দাহ্য পদার্থ নিক্ষেপ করলে আনসার হাবিবুর রহমান আহত হন। এ সময় অপর আনসার সদস্য মাসুদ রানাকে ছুরিকাঘাত করা হয়। আহত আনসার মাসুদ রানা ছুরি কেড়ে নিয়ে এক চোরকে পাল্টা আঘাত করেন। আনসারদের চিৎকারে চোররা ছাদের সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আনসার সদস্যদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনার সময় আহত আনসার সদস্যের পাল্টা ছুরিকাঘাতে পলায়নরত এক চোর আহত হন। গাবতলী থানার ওসি নুরুজ্জামান রাজুর সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও ব্যাংকের সূত্র জানায়, বগুড়া সদর ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভাড়া ভবনে রূপালী ব্যাংক লিমিটেডের সাবেকপাড়া শাখা। সোমবার বিকালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা চলে যাওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মাসুদ রানা এবং হাবিবুর রহমান শাখার ভেতরে অবস্থান নেন।

ভোর সাড়ে ৫টার দিকে মুখোশ পরিহিত চোর রড কাটার দিয়ে ছাদের সিঁড়ি ঘরের তালা কেটে ভবনে প্রবেশ করে। এর পর তারা ব্যাংকের প্রবেশ পথের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢোকে।

চোরের উপস্থিতি টের পেয়ে আনসার সদস্যরা তাদের প্রতিহত করার চেষ্টা করেন। তখন চোররা কাছে থাকা দাহ্য পদার্থ নিক্ষেপ করলে আনসার হাবিবুর রহমান আহত হন। এ সময় অপর আনসার সদস্য মাসুদ রানাকে ছুরিকাঘাত করা হয়। আহত আনসার মাসুদ রানা ছুরি কেড়ে নিয়ে এক চোরকে পাল্টা আঘাত করেন। আনসারদের চিৎকারে চোররা ছাদের সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আনসার সদস্যদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

গাবতলী থানার ওসি সাংবাদিকদের জানিয়েছেন,  ব্যাংকের সাবেকপাড়া শাখায় চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। চোররা জানত ব্যাংকে সিসি ক্যামেরা আছে। তাই তারা মুখোশ পরে তালা কেটে ব্যাংকে ঢোকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরিহিত দুজন চোর ব্যাংকে ঢুকেছিল। তাদের নিক্ষিপ্ত দাহ্য পদার্থে ও ছুরিকাঘাতে দুই আনসার সদস্য আহত হয়। এ ছাড়া ছুরিকাহত আনসার সদস্যের পাল্টা ছুরিকাঘাতে এক চোর আহত হয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ফুটেজ দেখে চোরদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে ব্যাংক এই শাখার কর্মকর্তারা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

ক্রাইম ডায়রি///জেলা