কাশিমপুরে গ্রামীণ নিটওয়্যারে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ফ্যাক্টরিতে তালা দেখে বিক্ষোভে ফেটে পড়েন এবং মহাসড়ক অবরোধ করেন।
ফারুক আহমদ, গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর জেলার কাশিমপুর থানার সারাবো এলাকায় গ্রামীণ নিটওয়্যার অ্যান্ড ফ্যাশন লিমিটেড’-এ শ্রমিক ছাঁটাই, বেতন বকেয়া এবং ১২ দফা দাবীকে কেন্দ্র করে ব্যাপক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
আজ (১১ জানুয়ারি) সকালে ফ্যাক্টরি বন্ধ দেখে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা-সাভার মহাসড়ক অবরোধ করলে পুলিশের লাঠিচার্জে তা পণ্ড হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, বেতন-ভাতা সঠিক সময়ে না দেওয়া, বার্ষিক ছুটির টাকা পরিশোধ না করা এবং অসাধু কর্মকর্তাদের অপসারণসহ ১২ দফা দাবি নিয়ে গতকাল (১০ জানুয়ারি) তারা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন।
কিন্তু দাবি মানার আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ রাতে গোপনে বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করে এবং আজ কোনো নোটিশ ছাড়াই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।
এদিকে, গতকাল দাবিপত্র জমা দেওয়ার সময় কর্মকর্তাদের সাথে শ্রমিক নেতাদের বাকবিতণ্ডার জেরে কাশিমপুর থানায় মামলা দায়ের করে কর্তৃপক্ষ। গত রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭-৮ জন শ্রমিককে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ফ্যাক্টরিতে তালা দেখে বিক্ষোভে ফেটে পড়েন এবং মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর শিল্প পুলিশ ও থানা পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকরা জানান, মাসের ১৫-২০ দিন পার হলেও তারা বেতন পান না। হাজিরা বোনাস ও ছুটির টাকাও সরকারি নিয়মের চেয়ে কম দেওয়া হয়। এছাড়া প্রধান উপদেষ্টার ফ্যাক্টরি হওয়ার প্রভাব খাটিয়ে কর্মকর্তারা শ্রমিকদের সাথে অশ্রাব্য গালিগালাজ ও ছাঁটাইয়ের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। কারখানা খোলার সুনির্দিষ্ট নোটিশ না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা










