সাতক্ষীরা পাউবোতে অনিয়মঃ দুদকের অভিযান
উন্নয়ন প্রকল্পের আওতায় শিট পাইল ব্যবহারে বিভিন্ন অনিয়মের অভিযোগ
অনলাইন ডেস্কঃ
সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে অভিযোগের বিষয়ে পাউবোতে অভিযান পরিচালনা করা হয়েছে ।
পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা-২ -এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় শিট পাইল ব্যবহারে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা ও সরেজমিন পর্যবেক্ষণে উক্ত প্রকল্পে মোট ১৪০ টি শিট পাইল স্থাপন করার তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে দ্বৈবচয়নের ভিত্তিতে ২টি শিট পাইল উত্তোলন করা হয়। এলজিইডি, সাতক্ষীরার ২ (দুই) জন নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা পরিমাপপূর্বক পাইলের দৈর্ঘ্য ৬ মিটারের স্থলে ৩ মিটার, অর্থাৎ স্পেসিফিকেশন হতে কম পাওয়া যায়।
অধিকন্তু, ঠিকাদারের প্রতিনিধি ও পাইল শ্রমিকদের বক্তব্য অনুসারে বাকি সকল শিট পাইলের দৈর্ঘ্যও ৬ মিটারের স্থলে ৩ মিটার, এরূপ তথ্য পাওয়া যায়। অভিযানকালে সংগৃহীত সকল রেকর্ডপত্র যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করা হবে।
ক্রাইম ডায়রি // ক্রাইম