কক্সবাজার হতে ঢাকাগামী খাজা ট্রাভেলস এর কোচে বিপুল পরিমাণ চোরাই কাঠঃ আটক করেছে বণবিভাগ

Forest department seizes huge quantity of stolen timber from Cox's Bazar to Dhaka-bound Khwaja Travels coach

কক্সবাজার হতে ঢাকাগামী খাজা ট্রাভেলস এর কোচে বিপুল পরিমাণ চোরাই কাঠঃ  আটক করেছে বণবিভাগ

ধীরগতিতে কক্সবাজার হতে ঢাকায় আসছিল খাজা ট্রাভেলস এর কোচ। ফাঁকা গাড়ি ধীরগতিতে কেন ঢাকার দিকে আসছে তা দেখে সন্দেহ হয় বনবিভাগের চৌকস কর্মকর্তাদের। তারা চ্যালেঞ্জ করে বসে বাসচালককে। বাস থামিয়ে চেকিংয়ে ধরা পড়ে বৃহৎ জোচ্চুরি। বাসের মধ্যে ভর্তি চোরাই সেগুন ও গামারী কাঠের তক্তা। 

চট্টগ্রাম হতে হোসেন মিন্টুঃ

ধীরগতিতে কক্সবাজার হতে ঢাকায় আসছিল খাজা ট্রাভেলস এর কোচ। ফাঁকা গাড়ি ধীরগতিতে কেন ঢাকার দিকে আসছে তা দেখে সন্দেহ হয় বনবিভাগের চৌকস কর্মকর্তাদের। তারা চ্যালেঞ্জ করে বসে বাসচালককে। বাস থামিয়ে চেকিংয়ে ধরা পড়ে বৃহৎ জোচ্চুরি। বাসের মধ্যে ভর্তি চোরাই সেগুন ও গামারী কাঠের তক্তা। 

ফরেষ্ট সুত্রে জানা গেছে সীতাকুণ্ডের ফৌজদার হাঁট ফরেস্ট চেক স্টেশনে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ বোঝাই  অবস্থায় নাইট কোচটি আটক করা হয়েছে । মার্চ ১১, ২০২১ আনুমানিক ভোর ৪-০০ টা।  গোপন সংবাদ পেয়ে চৌকস ফরেষ্ট অফিসার মোজাম্মেল হক শাহ চৌধুরী (বিভাগীয় বন কর্মকর্তা, চট্রগ্রাম উত্তর বন বিভাগ) এর নির্দেশে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই কাঠ আটক করা হয়।

শাহানশাহ নওশাদ ক্রাইম ডায়রিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের টহল দল যাত্রীবিহীন খাজা নাইট কোচটিকে (ঢাকা মেট্রো ব-১১-১৯৭৩) আটক করে। পরে বাসের ভিতরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামার চিড়াই কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা  অবৈধ সেগুন ও গামার চিড়াই কাঠ সহ নাইট কোচ টি ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয় এবং বন মামলা প্রক্রিয়াধীন।

ক্রাইম ডায়রি//ক্রাইম