গোপনে মাইন পোতার সময় আর্মেনিয়া সেনাকে গ্রেফতার করেছে আজারবাইজান

Armenian troops have been arrested in Azerbaijan during a landmine operation

গোপনে মাইন পোতার সময় আর্মেনিয়া সেনাকে গ্রেফতার করেছে আজারবাইজান

আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ শেষ হলো এই তো সেদিন। কিন্তু আর্মেনিয়ানরা আবারো পরিস্থিতি গরম করতে গোপন তৎপরতা শুরু করে দিয়েছে বলে অভিযোগ আজারবাইজানের। সম্প্রতি সেই অভিযোগ বাস্তবে পরিণত হলো আজারবাইজানের সীমানায় ঢুকে মাইন স্থাপন করার সময় । এসময় আর্মেনীয় এক সেনাকে গ্রেফতার করেছে আজারবাইজানের দক্ষ সেনাদল।

আন্তর্জাতিক ডেস্কঃ

আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ শেষ হলো এই তো সেদিন। কিন্তু আর্মেনিয়ানরা আবারো পরিস্থিতি গরম করতে গোপন তৎপরতা শুরু করে দিয়েছে বলে অভিযোগ আজারবাইজানের। সম্প্রতি সেই অভিযোগ বাস্তবে পরিণত হলো আজারবাইজানের সীমানায় ঢুকে মাইন স্থাপন করার সময় । এসময় আর্মেনীয় এক সেনাকে গ্রেফতার করেছে আজারবাইজানের দক্ষ সেনাদল। এ সময় ওই সেনার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আর্মেনিয়ার সেনাবাহিনীর নাশকতা চালানো একটি গ্রুপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আজারবাইজানের ভূখণ্ডে অনুপ্রবেশ করে।

 আরতুর কার্তানইয়ান নামে ওই সেনাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।  লাচিন শহরের কাছে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

বিবৃতিতে আরও বলা হয়, আর্মেনিয়া সেনাবাহিনীর নাশকতা চালানো গ্রুপটির উদ্দেশ্য ছিল আজারবাইজানের ভূখণ্ডে মাইন পোতা। ১৯৯১ সালে আর্মেনিয়ার সেনাবাহিনী নাগোরনো-কারাবাখ দখল করে।  ওই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইনের হিসেবে স্বীকৃত।  ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়ার সেনাবাহিনী বেসামরিক ও আজারবাইজানের সেনাদের ওপর হামলা চালায় এবং মানবিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। ফলশ্রুতিতে  ৪৪ দিন ধরে টানা যুদ্ধ চলে দুই দেশের মধ্যে।  আজারবাইজানের হামলায় বিপর্যস্ত হয়ে পরে আর্মেনিয়ার সেনাবাহিনী।  পরবর্তীতে রাশিয়ার মধ্যাস্থতায় ১০ নভেম্বর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।  

ক্রাইম ডায়রি// আন্তর্জাতিক/সুত্রঃ ইয়েনি শাফাক