শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা চেয়ে ওসির চিঠি: তদন্ত কমিটি গঠন

শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে   তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা চেয়ে  ওসির চিঠি: তদন্ত কমিটি গঠন
অনলাইন ডেস্ক :
পুলিশের কোন সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় পুরো পুলিশ বাহিনীর নয়। যার যার অপরাধের দায়ভার তাকেই বহন করতে হবে। সম্প্রতি, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল কামালের বিরুদ্ধে শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে   তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১১টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বা এ তথ্য জানান।
কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম কমিটির সদস্য।
সূত্র জানায়, পুলিশিং ডে ও দুর্গাপূজা উদযাপন কমিটির অতিথিদের আপ্যায়ন করতে সাড়ে তিন লাখ টাকার মালামাল চেয়ে হবিগঞ্জের একটি শিল্পপ্রতিষ্ঠানকে চিঠি দেন ওসি কামাল।
চিঠিতে অতিথিদের আপ্যায়ন করতে ৩০০ প্লেট কাচ্চি বিরিয়ানি, ৩০ কেজি জিলাপি, ৩০ কেজি মিষ্টি, ৩০০ প্যাকেট দই ও ৫০০ বোতল পানি চাওয়া হয়।
এছাড়া আরও দুটি শিল্পপ্রতিষ্ঠানে তিনি একইভাবে চিঠি দিয়েছেন বলে সূত্রটি জানিয়েছে।
তদন্ত কমিটির সদস্য খলিলুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, তদন্ত কমিটির হাতে তিন দিন সময় রয়েছে। এ সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।
ক্রাইম ডায়রি// অপরাধ