শামীম চৌধুরীকে মনোনয়ন দিতে সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে ইংল্যান্ড আওয়ামী পরিবার
ছাতক সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফুল হক সোহেলের পরিচালনায় সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা হেলাল মিয়া।
আগামী সাধারণ নির্বাচনে শামীম চৌধুরীকে মনোনয়ন প্রদানের জন্য বঙ্গকন্যা ও দেশরত্ন শেখ হাসিনার কাছে জোর দাবী জানান।
মিয়া মোহাম্মদ হেলাল,বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ছাতক-দোয়ারায় শামীম আহমদ চৌধুরীকে মনোনয়ন দিতে দলীয় সভানেত্রীর প্রতি আহবান জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালী মহল। জানা গেছে, যুক্তরাজ্যে বসবাসরত ছাতক-দোয়ারা আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক মানুষের সরব উপস্থিতিতে আগামী সাধারণ নির্বাচনে সুনামগঞ্জ জেলা আওয়ালীগের নবনির্বাচিত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীকে ছাতক দোয়ারা আসনে নৌকার মনোনয়ন প্রদানের জন্য দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানানো হয়েছে।
গত মঙ্গলবার ১০ অক্টোবর ব্রিকলেইনের স্টান্ডার্ড রেস্টুরেন্ট আওয়ামীলীগ নেতা এডভোকেট মইনুল ইসলামের সভাপতিত্বে ও ছাতক সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফুল হক সোহেলের পরিচালনায় সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা হেলাল মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ালীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম শিপার, যুক্তরাজ্য আওয়ালীগের দফতর সম্পাদক শাহ শামীম আহমেদ, যুব ও ক্রিড়া সম্পাদক তারিফ আহমেদ, শিল্প ও বানিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, নর্থ লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমেদ হাসান, সাবেক ভিপি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ আওলাদ আলী রেজা, ইউকে যুবলীগের সাংগঠনিক মাহমুদ আলী, তাঁতী লীগের সভাপতি আব্দুস সালাম, যুবলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম মিয়া তালুকদার, মহানগর যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মজলিশ মিয়া তালুকদার, থিকলি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসক আলী, ইউকে সভাপতি মৎসজীবী লীগ আজরফ আলী নূর, সিংচাপইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী আশিকুল ইসলাম আশিক, যুবলীগ নেতা আলমগীর হোসেন, রাজু মিয়া সহ আরো অনেকে।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আগামী সাধারণ নির্বাচনে শামীম চৌধুরীকে মনোনয়ন প্রদানের জন্য বঙ্গকন্যা ও দেশরত্ন শেখ হাসিনার কাছে জোর দাবী জানান।
ক্রাইম ডায়রি // রাজনীতি//