ক্রাইম ডায়রি সম্পাদককে অপহরন, গুম ও হত্যার হুমকি

Crime Diary editor threatened with abduction, disappearance and murder

ক্রাইম ডায়রি সম্পাদককে অপহরন, গুম ও হত্যার হুমকি

মুন্সী মোহাম্মদ আল ইমরানঃ

ক্রাইম ডায়রির সম্পাদক আতিকুল্লাহ আরেফিন রাসেলকে  হোয়াটসঅ্যাপ নম্বরে একটি প্রাইভেট লেখা নম্বর হতে কল করে হত্যার হুমকি দেয়া হয়েছে।

তিনি জানিয়েছেন, ৯ ই মে, ২০২২ইং সন্ধ্যায় তার হোয়াইটসএ্যাপ নম্বরে প্রাইভেট লেখা একটি নম্বর হতে কল আসে। সংক্ষিপ্ত এই কলে সরাসরি

"এই তুই কত বড় সাংবাদিক এক সপ্তাহের মধ্যে তোর সাংবাদিকতা বন্ধ করে দিমু, তোরে তুইলা নিয়া গুম কইরা দিমু, প্রয়োজনে তোরে উপরে পাঠাইয়া দিমু। সাবধান হয়া যা। তুই জানস আমগো পিছনে কারা আছে" বলে কল কেটে দেয়। এরপর পরপরই মোবাইলের স্ক্রীন হতে প্রাইভেট লেখা নম্বরটি মুছে যায়। 

ক্রাইম ডায়রির সম্পাদক বলেন, এত দ্রুত কথা গুলো বলা হয়েছে যে তিনি বাসের মধ্যে থাকায় এত অল্পসময়ে রেকর্ড কিংবা স্ক্রিনশট দেবার অবকাশও পাননি।

যেহেতু তিনি ঘটনার নেপথ্য নায়ক কে হতে পারে তা আন্দাজই করতে পারছেননা এবং প্রাইভেট লেখা নম্বরবীহিন কল হওয়ায় আপাততঃ জিডি কিংবা আইনগত পদক্ষেপ না নিলেও তিনি  মৃত্যু ঝুঁকিতে আছেন বলে মনে করছেন।

বিষয়টি জানার পর নিন্দা জানিয়েছেন জাতীয় সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা এবং বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, জাতীয় সাংবাদিক পরিষদ এর উপদেষ্টা ও দৈনিক  কালের ছবির সম্পাদক ও প্রকাশক জাহিদুল ইসলাম শিশির, দি ফিন্যান্স টুডের সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দৈনিক বর্তমান দেশ বাংলার সম্পাদক ও ক্রাইম ডায়রির প্রধান সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন,   Channel 23' টিভির সম্পাদক মুন্সী মোহাম্মদ আল ইমরান, দৈনিক  নবদেশ বার্তা সম্পাদক হোসেন মিন্টু, অপরাধ দমন পত্রিকার সম্পাদক আবুল বাশার ও মফস্বল সাংবাদিক ফোরামের ইমাম হোসেন বিমান প্রমুখ। 

ক্রাইম ডায়রি // জাতীয়