মারেফতের প্রবাদপুরুষ সিরাজউদ্দীন হাক্কানি এবার প্রকাশ্যে
অনলাইন ঘেটে তার সম্পর্কে যা বোঝা যায় তাতে বলা যায় তিনি মারেফতের প্রবাদ পুরুষ। আফগান মুজাহিদ লিডার মোষ্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে থাকা সিরাজ উদ্দিন হাক্কানি। হাক্কানি নেটওয়ার্কের প্রধান। তাকে কখনওই দেখা যায়নি। সবাই যখন জানে তিনি মৃত ঠিক তখনই জনসম্মুখে নিজেকে প্রকাশ করলেন তিনি।
এবার ক্ষমতা দখলের পর তালেবান সিরাজউদ্দিন হাক্কানির যতগুলো ছবি প্রকাশ করেছে, সেসবের কোনোটাতেই তার মুখ দেখানো হয়নি। তার মুখের ছবি সব সময় ঝাপসা করে প্রকাশ করেছে তালেবান।
অনলাইন ডেস্কঃ
আফগান মুজাহিদ লিডার ও মারেফতের প্রবাদ পুরুষ সিরাজউদ্দীন হাক্কানিকে বলা হয় তালেবানের সবচেয়ে ‘রহস্যময়’ নেতাদের মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় শীর্ষে থাকা এই নেতাকে বাহিরে কখনোই দেখা যায়নি।
একটা ঝাপসা ছবি পাওয়া যেত যাতে তাকে একই পোশাক ও গড়নের দেশ আফগান মুসলমানদের থেকে আলাদা করা যায়না। প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন তিনি। মার্চ ৫,২০২২ ইং শনিবার নতুন আফগান পুলিশ নিয়োগ উপলক্ষ্যে আয়োজিত প্যারেডে প্রথমবারের মতো দেখা যায় তাকে।
বলা হচ্ছে তালেবানের উপ-প্রধান এবং আফগানিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির কথা। সিরাজুদ্দিন হাক্কানিকে বলা হয় ত্রাস সৃষ্টিকারী হাক্কানি নেটওয়ার্কের প্রধান। যদিও ইসলামি ভাষায় তিনি আফগান মুসলমানদের আধ্যাত্বিক নেতা।
পুরোপুরি ইসলামকে ধারন করেন তিনি। এর আগে শুধুমাত্র তার পেছন দিকেরই ছবি দেখা গেছে— এমনকি গত বছরের আগস্টে কট্টরপন্থী ইসলামপন্থী সংগঠনটি ক্ষমতা দখল করার পর থেকেও প্রকাশ্যে দেখা যায়নি সিরাজউদ্দিন হাক্কানিকে।
প্যারেডে অংশ নিয়ে সদ্য যোগ দেওয়া পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তুষ্টি এবং বিশ্বাস অর্জনের জন্য ... আমি মিডিয়ার সামনে জনসম্মুখেই উপস্থিত হয়েছি।
তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের আগে সিরাজউদ্দিন হাক্কানি ছিলেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার প্রধান তিন জ্যেষ্ঠ ডেপুটির একজন।
অবশ্য কেবল সিরাজউদ্দিনই নয়, সংগঠনের শীর্ষ নেতাদের আড়ালে রাখার প্রবণতা আছে তালেবানের। এমনকি তালেবানের শীর্ষনেতা আখুন্দজাদাও বহু বছর জনসম্মুখে না আসায় অনেক বিশ্লেষকই মনে করতেন তিনি তার বেঁচে নেই।
এবার ক্ষমতা দখলের পর তালেবান সিরাজউদ্দিন হাক্কানির যতগুলো ছবি প্রকাশ করেছে, সেসবের কোনোটাতেই তার মুখ দেখানো হয়নি। তার মুখের ছবি সব সময় ঝাপসা করে প্রকাশ করেছে তালেবান।
তাই এবার যখন তিনি প্রথমবার প্রকাশ্যে এসেছেন, স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
শনিবারের ওই অনুষ্ঠানে তাকে তালেবানের অন্যান্য শীর্ষ নেতার মতো পুরোপুরি সুন্নতি লেবাসে দেখা গেছে। তার পরণে ছিল কালো পাগড়ি এবং সাদা চাদর।
হাক্কানির উপস্থিতিও ইঙ্গিত দিচ্ছে যে, তালেবান গত বছরের ১৫ আগস্ট ক্ষমতা দখলের পর ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী ও ক্ষমতাবান হয়ে উঠেছে।
ক্রাইম ডায়রি/ আন্তর্জাতিক