ঝিনাইদহ জেলায় ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, নির্বাচনের বিরোধীরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

ঝিনাইদহ জেলায় ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি- অনলাইন হতে সংগৃহীত

 ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলা শহরের মধ্যে  পায়রাচত্বরসহ ৪টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। জানুয়ারি ৬, ২০২৪ শুক্রবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার দিকে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে বিকট শব্দে দুটি বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা।

এতে সেখানে থাকা দুই পথচারী আহত হন। এর পরপরই শহরের হামদহ, মুজিব চত্বর, পবহাটি ও এইচএসএস সড়কের সোনালী ব্যাংকের সামনে বিস্ফোরণের ঘটে। ঘটনার পরপরই র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, নির্বাচনের বিরোধীরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

তবে তদন্ত চলমান। এ ঘটনার সঙ্গে জড়িতরা কেউ রেহাই পাবে না।

ক্রাইম ডায়রি/ নির্বাচন