কানাডায় সরকারী কর্মকর্তাদের বাড়ির ব্যাপারে খোঁজ নিচ্ছে দুদকঃ তালিকা চেয়েছে সরকারের নিকট

The ACC is seeking a list of government officials' homes in Canada

কানাডায় সরকারী কর্মকর্তাদের বাড়ির ব্যাপারে খোঁজ নিচ্ছে দুদকঃ তালিকা চেয়েছে সরকারের নিকট

ক্রাইম ডায়রি ডেস্কঃ

পররাষ্ট্রমন্ত্রী যখন তথ্যটি বললেন জনগন তখন বুঝল একজন সাহসী ও সৎ মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালণ করে বঙ্গকন্যার অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন নীতিকে বুকে ধারণ করেছিল। যখনই সময় হয়েছে তখনই তিনি তা বের করলেন। সময়ের এই সাহসী উচ্চারনে বঙ্গকন্যা শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি সশ্রদ্ধ সালাম দেশবাসীর। সম্প্রতি, কানাডায় সরকারি কর্মকর্তাদের অর্থপাচারের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ করার পরই বিষয়টি আলোচনায় আসে। এর পরই সরকারের কাছে কানাডার ‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‘কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের প্রায় ২৮টি বাড়ির বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আমরা তালিকা চেয়েছি সরকারের কাছে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চেয়ারম্যান কথা বলেছেন। আমরা এই তালিকা খুঁজছি, তালিকা পাওয়া গেলে আমরা কাজ শুরু করব।’

নভেম্বর ২৩,২০২০ইং সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদক সচিব দিলওয়ার বখত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের প্রায় ২৮টি বাড়ির বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আমরা তালিকা চেয়েছি সরকারের কাছে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চেয়ারম্যান কথা বলেছেন। আমরা এই তালিকা খুঁজছি, তালিকা পাওয়া গেলে আমরা কাজ শুরু করব।’

 ঢাকা রিপোর্টার্স ইউনিটির ”মিট দ্যা রিপোর্টার্স” অনুষ্ঠানে সময়ের সাহসী মানুষ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, প্রাথমিকভাবে কিছু সত্যতা পেয়েছি। মনে করেছিলাম রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে। কিন্তু দেখা গেল রাজনীতিবিদ চারজন। সরকারি কর্মচারীর সংখ্যা বেশি। এছাড়া কিছু ব্যবসায়ী আছে। ঐ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ২৮টি ঘটনার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন।  যার মধ্যে সরকারি কর্মচারীই বেশি।

ক্রাইম ডায়রি//ক্রাইম