পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত: উপ-পরিচালক এইচ এম রাশেদ
পরিবেশ রক্ষা শুধু একটি দপ্তরের দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতার বিষয়
ষ্টাফ রিপোর্টার:
পরিবেশ সংরক্ষণে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উপ-পরিচালক এইচ এম রাশেদ। দৈনিক ক্রাইম ডায়রিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি পরিবেশ রক্ষায় অধিদপ্তরের চলমান কার্যক্রম ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
সাক্ষাৎকারে এইচ এম রাশেদ বলেন, সীমিত লোকবল থাকা সত্ত্বেও পরিবেশ অধিদপ্তর নাগরিকদের যথাযথ সেবা প্রদান অব্যাহত রেখেছে। পরিবেশ দূষণ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পরিবেশ বিপর্যয় সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিল্প প্রতিষ্ঠান, ইটভাটা, নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম পরিবেশ আইন ও বিধিমালার আওতায় যাচাই-বাছাই করে ছাড়পত্র প্রদান করা হয়। কোনো অনিয়ম পাওয়া গেলে ছাড়পত্র বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা শুধু একটি দপ্তরের দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতার বিষয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের তৎপরতা জেলার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা
সাক্ষাতকার গ্রহন করেছেন
উজ্জল হোসেন, চিফ রিপোর্টার
হাতিম বাদশা, বিশেষ প্রতিনিধি
নাসির মোল্লা, সিনিয়র রিপোর্টার










