ডিআইজি হলেন সালমা ডলিঃ মা পেলেন রত্নগর্ভা এওয়ার্ড

মা ও মেয়ের এ অর্জন ও অগ্রগতি নারী সমাজের জন্য অনুকরণীয় এবং অনুসরনীয়। "এ বিশ্বে যা কিছু কল্যানকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর।"

ডিআইজি হলেন সালমা ডলিঃ মা পেলেন রত্নগর্ভা এওয়ার্ড
ছবি- অনলাইন হতে সংগৃহীত

মুক্তিযোদ্ধা বাবার মেয়ে সালমা ডলি। তার স্বামী গণমাধ্যম কর্মীদের হৃদয়ের মানুষ ও অতি আপনজন বিশিষ্ট ব্যাংকার টুটুল চৌধুরী একজন মানবিক হৃদয় সম্পন্ন মাটির মানুষ

শরীফা আক্তার স্বর্নাঃ

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবৃত্তি শিল্পী, উপস্থাপক   "সহজ পাঠ স্কুল" এর চেয়ারম্যান এবং  Cinemaking International Film Festival এর চেয়ারম্যান সালমা ডলি এডিশনাল ডিআইজি হতে ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। 

কর্মজীবনে সদালাপী, সহজ সরল মাটির মানুষ এই গুনী নারীর মা কয়েকদিন আগে রত্নগর্ভা মা এওয়ার্ড পেয়েছেন।  তিনি যে মা হিসেবে ঠিক কতটুকু সফল তা হাতে কলমে জাতীর সামনে প্রমানিত হলো।

মুক্তিযোদ্ধা বাবার মেয়ে সালমা ডলি। তার স্বামী গণমাধ্যম কর্মীদের হৃদয়ের মানুষ ও অতি আপনজন বিশিষ্ট ব্যাংকার টুটুল চৌধুরী একজন মানবিক হৃদয় সম্পন্ন মাটির মানুষ। 

"নারী আমার মা

নারী আমার বোন

নারীরা এ সমাজের

প্রদীপ চিরন্তন। "

নারী নির্যাতন প্রতিরোধ এর নির্বাহী ও "ক্রাইম ডায়রি" এর সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় সাংবাদিক পরিষদের সভাপতি  আতিকুল্লাহ আরেফিন রাসেল মা ও মেয়ে এই দুই মহীয়সী নারীকে "ক্রাইম ডায়রি পরিবারের" পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ক্রাইম ডায়রি / স্পেশাল