বেগম জিয়ার শারিরীক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক এবং নেতারা দায়ী-- তথ্য মন্ত্রী

বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক। তিনি বিএনপি'র দলীয় তত্বাবধানে থেকে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সরকারের তত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন না। সুতরাং, তার শারিরীক অবস্থার অবনতি হলে দলীয় নেতা এবং চিকিৎসকরাই দায়ী থাকবেন বলে মন্তব্য করেন মাননীয় তথ্য মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি।

বেগম জিয়ার শারিরীক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক এবং নেতারা দায়ী-- তথ্য মন্ত্রী

The  doctors and leaders are responsible  if Begum Zia's physical condition deteriorates - Information Minister

ক্রাইম ডায়রি ডেস্কঃ

আওয়ামিলীগের দুঃসময়ের কান্ডারী ও ক্লিন ইমেজের নেতা ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোন অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে। 

ডিসেম্বর ২৭,২০২১ইং সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে  তিনি এমন মন্তব্য করেন। 

বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে ডক্টর  হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে দেশে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি যেভাবে, যে হাসপাতালে চিকিৎসা  চেয়েছেন ঠিক সেভাবেই তার চিকিৎসা করা হচ্ছে।

মনে রাখতে হবে, তিনি দন্ডপ্রাপ্ত আসামীসে হিসেবে তার চিকিৎসা হওয়া উচিত ছিল সরকারের তত্ত্বাবধানে সরকারি কোনো হাসপাতালে। কিন্তু তাকে মূল্যায়ন করেই দণ্ড পাওয়া আসামি হওয়া সত্ত্বেও তিনি মুক্তভাবে চলাফেরাসহ চিকিৎসা নিতে পারছেন ।

বেগম খালেদা জিয়ার চিকিৎসা যেহেতু বিএনপির তত্ত্বাবধানে হচ্ছে  সুতরাং  তার  স্বাস্থ্যের কোনো অবনতি ঘটে তবে এ জন্য বিএনপি এবং তার চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত  যারা আছেন তারাই দায়ী হবেন। কারণ, সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে না। 

ইউনিয়ন পরিষদের  নির্বাচন নিয়ে  করা এক প্রশ্নে তিনি বলেন, দ্বিতীয়বারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। চতুর্থ ধাপের নির্বাচনের পর দেখা যাচ্ছে বেশির ভাগ ক্ষেত্রেই নৌকা জয়লাভ করেছে। বিএনপি যেহেতু মাঠে নেই সুতরাং হারলেও আওয়ামী লীগের বিদ্রোহীদের কাছেই হেরেছে । তারাও সংখ্যায় অনেক। কিন্ত তারাও আওয়ামীলীগেরই কর্মী।

হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচন না করলেও স্বতন্ত্রভাবে করেছে। বিএনপি ঘরানার প্রার্থীদের জয়লাভের সংখ্যা হাতে গোনা। জাতীয় পার্টির ক্ষেত্রে সেটি আরও কম। এতে প্রমাণিত হয় দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিস্থিতিতে সেটাই বোঝা যায় যে আওয়ামীলীগের বিকল্প কোন দল নেই।

ক্রাইম ডায়রি / জাতীয়