ঋনখেলাপি আরএসআরএম কোম্পানির এমডি মাকসুদুর গ্রেফতার

শীর্ষ ঋনখেলাপী রতনপুর স্টিল মিল ( আরএসআরএম) এর ব্যবস্থাপনা পরিচালক মাকুসুদুরকে আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় আটক করেছে RAB. গ্রুপটির কাছে বর্তমানে ১০টি ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ২২০০ কোটি টাকার ঋণ আটকে আছে। এই পাওনা আদায়ে গ্রুপটির কর্ণধারদের বিরুদ্ধে এ পর্যন্ত ২০টি মামলা হয়েছে।

ঋনখেলাপি আরএসআরএম কোম্পানির এমডি মাকসুদুর গ্রেফতার
ছবি- অনলাইন হতে সংগৃহীত

আরএসআরএমের কাছ থেকে ২০১ কোটি টাকা খেলাপি আদায়ে প্রতিষ্ঠানটির স্থাবর সম্পত্তি নিলামে তুলতে গণমাধ্যমে বিজ্ঞাপন দেয় সোনালী ব্যাংক

মোঃ শাহাদাত হোসেন রিটনঃ 

দেশসেরা ব্রান্ড আরএসআরএম। কেউ বাড়ি করতে গেলেই মিস্ত্রি ও ইঞ্জিনিয়ারদের সুপারিশ তালিকায় প্রথম অবস্থান ব্রান্ডটির রডের। সেই প্রতিষ্ঠান রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

​​​

জুন ৮,২০২২ইং বুধবার দিনগত রাত ১২টার পর গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ক্রাইম ডায়রিকে   তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার রাতে রাজধানী গুলশানের ১২০ নম্বর রোডের সিইএস (এ) ২১ নাম্বার বাসা থেকে আরএসআরএমের এমডি মাকসুদুর রহমানকে আটক করা হয়। দেশের অন্যতম শীর্ষ এই ঋণখেলাপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের দায়ে চট্টগ্রাম আদালতের দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি গ্রেফতারি পরোয়ানায় তাকে আটক করা হয়। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। 

এর আগে আরএসআরএমের কাছ থেকে ২০১ কোটি টাকা খেলাপি আদায়ে প্রতিষ্ঠানটির স্থাবর সম্পত্তি নিলামে তুলতে গণমাধ্যমে বিজ্ঞাপন দেয় সোনালী ব্যাংক।

গত ৫ জানুয়ারি বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স রতনপুর স্টিল রি-রোলিং মিলসের কাছে সোনালী ব্যাংকের ২০১ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৮৬৫ টাকা পাওনা খেলাপি হয়েছে। এই পাওনার বিপরীতে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় গ্রুপটির কারখানাসহ ১০০ শতক জমি বন্ধক রয়েছে।

গ্রুপটির কাছে বর্তমানে ১০টি ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ২২০০ কোটি টাকার ঋণ আটকে আছে। এই পাওনা আদায়ে গ্রুপটির কর্ণধারদের বিরুদ্ধে এ পর্যন্ত ২০টি মামলা হয়েছে

দীর্ঘদিনেও ঋণ পরিশোধ না করায় অর্থঋণ আদালত আইন ২০০৩ (সংশোধন ২০১০) এর ১২ ধারায় প্রতিষ্ঠানটির স্থাপনাসহ এসব স্থাবর সম্পত্তি নিলামে তোলা হবে।

এ ছাড়া এই ঋণ আদায়ে গ্রুপটির বিরুদ্ধে অর্থঋণ ও এনআই অ্যাক্টে মোট ১২টি মামলা করেছে ব্যাংকটি।

চট্টগ্রামের ইস্পাত খাতের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান রতনপুর গ্রুপ। যেটি আরএসআরএম নামে বেশি পরিচিত। ১৯৮৪ সালে প্রতিষ্ঠা হওয়া গ্রুপটির বার্ষিক টার্নওভার প্রায় ৭০০ কোটি টাকা। ৪০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিলের কারণে গ্রুপটির দুটি কারখানার উৎপাদন গত এক বছর ধরে বন্ধ রয়েছে।

গ্রুপটির কাছে বর্তমানে ১০টি ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ২২০০ কোটি টাকার ঋণ আটকে আছে। এই পাওনা আদায়ে গ্রুপটির কর্ণধারদের বিরুদ্ধে এ পর্যন্ত ২০টি মামলা হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের দুটি এনআই অ্যাক্ট মামলায় গ্রুপটির কর্ণধারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এদিকে স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, অভিযুক্ত কর্তৃপক্ষের হেডম ছিল খুব। কোন বিষয়ে কথা বলার উপায় নেই। কিছু বললেই গনভবন হতে দুদক, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা তাদের পকেটে ও আত্মীয় কিংবা সচিব,ডিসি, মন্ত্রী কিংবা ক্ষমতাসীন দলের ভ্যাটার্ন নেতাদের সাথে ছবি দেখিয়ে ধামকি দিতেন।  গণমাধ্যম কর্মীদের এমন অভিযোগ থাকলেও এ বিষয়ে অভিযুক্তদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

ক্রাইম ডায়রি / ক্রাইম