বরিশালের হিজলা নৌ পুলিশের সাফল্যঃ সাড়ে চার কোটি টাকার কারেন্টজাল সহ গ্রেফতার ০৯

মা ইলিশ ধরে ইলিশের বংশবৃদ্ধির সুযোগ বিনষ্ট করা মানে রাষ্ট্রের অর্থনীতিতে ইলিশের অবদানকে পিছিয়ে দেয়া। সুতরাং নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার গুরুতর অপরাধ।।

বরিশালের হিজলা নৌ পুলিশের সাফল্যঃ সাড়ে চার কোটি টাকার কারেন্টজাল সহ গ্রেফতার ০৯

Success of Barisal's Hijla Naval Police: 09 arrested with current net worth Tk 4.5 crore

বরিশাল ব্যুরোঃ

মা ইলিশ সংরক্ষন করার জন্য সাময়িক সময়ের জন্য ইলিশ নিধন বন্ধ রাখার কথা থাকলেও একদল অতিলোভী মহাজন জেলেদের মৎস নিধনে বাধ্য করে। তাই বন্ধকালীন সময়ে সতর্ক থাকে নৌ পুলিশ। এ সময় কঠোর নজরদারী ও স্পেশাল অভিযান চালায় নৌ পুলিশ।  এরই ধারাবাহিকতায় বরিশালর  হিজলা নৌ পুলিশ ফাঁড়ি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল ও মাছসহ ০৯ জনকে গ্রেফতার করে।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে  বরিশাল এর ইনচার্জ  ফোর্সসহ মেঘনা নদী ও  এর বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করে মালিক বিহীন পাতানো অবস্থায় ১৫,০০,০০০ (পনের লক্ষ) মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য- ৪,৫০,০০,০০০/- (চার কোটি পঁঞ্চান্ন লক্ষ) টাকা এবং ২০০ কেজি ইলিশ মাছ যার মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা। একই সময় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ০৯ জন আসামী গ্রেফতার এবং ০২ টি ট্রলার জব্দ করে হিজলা নৌ পুলিশ। 

 জালগুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, মাছ গরীব দুঃস্থদের মাঝে  বিতরণ করা হয় এবং ০৯ জন আসামীর বিরুদ্ধে মৎস্য আইনে ০৩ টি মামলা এবং ট্রলার দুটি মালিকের জিম্মায় প্রদান করা হয় বলে ক্রাইম ডায়রিকে জানিয়েছে হিজলা নৌ পুলিশ।। 

ক্রাইম ডায়রি // ক্রাইম