বগুড়ার ধুনটে বিএসটিআইয়ের অভিযান
BSTI operation in Bogra Dhunot
শরীফা আক্তার স্বর্ণাঃ
সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিএসটিআইয়ের বগুড়া অফিস কর্তৃক বগুড়া জেলার ধুনট উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ধুনটের সোনাহাটা এলাকায় মেসার্স হান্ডি প্রোডাক্টস এন্ড কেমিক্যাল কোং এর কারখানায় এডিবল জেল ও আইচ ললি এর সিএম লাইসেন্স গ্রহন ব্যতিরেকে পণ্যের প্যাকেটে মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন,২০১৮* অনুসারে ২৫,০০০/-(পচিশ হাজার টাকা মাত্র) জরিমানা আদায় করা হয় এবং আনুমানিক ২,০০,০০০/- টাকার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নুরুল আমিন এবং বিএসটিআই জেলা অফিস বগুড়া এর দুইজন সুদক্ষ প্রসিকিউশন কর্মকর্তা জনাব মোঃ মেসবাহ উল হাসান, ফিল্ড অফিসার ( সিএম) এবং সার্বিক সহযোগিতায় মো: শাহ আলম পলাশ খাঁন পরিদর্শক (মেট.)।
বিএসটিআই বগুড়া অফিস ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রিকে জানিয়েছে, ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান তারা অব্যাহত রাখবে।
ক্রাইম ডায়রি / জেলা/ক্রাইম