বগুড়া সদরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টঃ জরিমানা ও সিলগালা

বগুড়া সদরের সাবগ্রাম এলাকায়  মেসার্স  অয়ন ফুড প্রোডাক্টস এর কারখানায় চকলেট পণ্যের ব্রান্ড - অর্পা চকোচকো, জান, অয়ন রেসিং কার,ডরেমন এর সিএম লাইসেন্স গ্রহন না করায় অভিযান চালায় বিএসটিআই।

বগুড়া সদরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টঃ জরিমানা ও সিলগালা
ছবি-ক্রাইম ডায়রি

বগুড়া জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

শরীফা আক্তার স্বর্নাঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ  হিসাবে বিএসটিআই জেলা অফিস ও জেলা প্রশাসন বগুড়া এর সহযোগিতায় বগুড়া জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে। এসময় বগুড়া সদরের সাবগ্রাম এলাকায়  মেসার্স  অয়ন ফুড প্রোডাক্টস এর কারখানায় চকলেট পণ্যের ব্রান্ড - অর্পা চকোচকো, জান, অয়ন রেসিং কার,ডরেমন এর সিএম লাইসেন্স গ্রহন ব্যতিরেকে পণ্যের প্যাকেটে মানচিহ্ন ব্যবহার করা বিএসটিআই আইন,২০১৮ এর ১৫/২৭ ধারা অনুসারে ২৫,০০০/-(পচিশ হাজার টাকা মাত্র) জরিমানা আদায় করা হয়। 
এছাড়া  জেলা সদরের মাটিডালি এলাকার মেসার্স এ এ্ইচ এমন খান এন্ড বিল্ডার  ফিলিং স্টেশন  এর আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ সনদ না থাকায় এবং ডিজেলএর ০১টি ডিসপেন্সি ইউনিটের গ্রহণযোগ্য সীমার বাইরে প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮ অনুসারে ৫,০০০/-(পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা আদায় করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট  জনাব সজীব মিয়া, জেলা প্রশাসন, বগুড়া এবং   বিএসটিআই  জেলা অফিস বগুড়া এর প্রসিকিউটর কর্মকর্তা জনাব, মো: শাহ আলম পলাশ খাঁন পরিদর্শক (মেট.) এবং সার্বিক সহযোগিতায় জনাব মেসবাহ উল হাসান, ফিল্ড অফিসার ( সিএম) উপস্থিত ছিলেন। বিএসটিআই বগুড়া জানিয়েছে, বগুড়া জেলার ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্রাইম ডায়রি/ ক্রাইম