নিষিদ্ধ দল হিজবুত তাহরীরের শীর্ষ নেতা আটক
রাজধানীর জনবহুল গুরুত্বপূর্ণ সবজায়গায় রাতারাতি পোষ্টার লাগিয়ে জনমনে আতঙ্ক তৈরি ও নিজেদের অবস্থান জানানোর মাধ্যমে রাজধানীতে কার্যক্রম অব্যহত রেখেছে নিষিদ্ধ দল হিজবুত তাহরীর। এই দলটির ওপর অব্যহত গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুরান ঢাকা হতে আটক করা হয় দলটির শীর্ষ এই নেতাকে।
অনলাইন ডেস্কঃ
রাজধানীর জনবহুল ও গুরুত্বপূর্ণ জায়গায় ইদানীং কালে বেশ পোষ্টারিং করে হিজবুত তাহরীর। সরাসরি সরকারকে নিয়ে নানান উস্কানীমূলক বক্তব্য সম্বলিত পোষ্টার দেখে আতংকিত সাধারন মানুষ। শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষের মনে নানান অজানা আশংকা। কড়া নজরদারি ও গোয়েন্দা তৎপরতা থাকা স্বত্বেও এমন প্রচারনা কিভাবে হচ্ছে খতিয়ে দেখার দাবী গণমানুষের।
সম্প্রতি, নিষিদ্ধ ঘোষিত এই দলের শীর্ষ নেতা আহম্মেদ নিজামকে (৩৫) রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-২।
বুধবার সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান।
তিনি বলেন, ৪টি সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা এবং খিলগাঁও থানার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন জঙ্গি আহম্মেদ নিজাম।
গ্রেফতার আহম্মেদ নিজাম হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলেছেন। আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন।
আহম্মেদ নিজামকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, তিনি ২০১০ সালে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়া অবস্থায় হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন। বর্তমানে বাসায় বসে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন।
অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীরের গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন। তাকে রাজধানীর খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
ক্রাইম ডায়রি // আইনশৃঙ্খলা