আজারবাইজানে হামলা করেছে আর্মেনিয়াঃ যুদ্ধ বিরতি লংঘনের অভিযোগ

Armenia has attacked Azerbaijan. Alleged violation of ceasefire

আজারবাইজানে হামলা করেছে  আর্মেনিয়াঃ যুদ্ধ বিরতি লংঘনের অভিযোগ

আন্তর্জাতিক  ডেস্কঃ

রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধের দামামা কাটিয়ে আজারবাইজান  যখন যুদ্ধ  বিরতিতে  সম্মত ঠিক তখনই আর্মেনিয়ার হামলায় অসংখ্য  হতাহত হলো আজারবাইজানের সাধারন নাগরিকরা। 

রাশিয়ার মস্কোয় নাগার্নো-কারাবাখ নিয়ে আলোচনার পর মানবিক কারণে যুদ্ধবিরতিতে সম্মত হয় আজারবাইজান ও আর্মেনিয়া। অক্টোবর ১০,২০২০ইং দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত ছিল দুই পক্ষের।

 একই দুন বিকেল বেলা আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকটি জন-অধ্যুষিত এলাকা আর্মেনিয়া সেনারা হামলা করেছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি সত্বেও আর্মেনিয়ার সেনারা কয়েকটি এলাকায় হামলার চেষ্টা চালিয়েছে এবং আজারবাইজানের বেশ কয়েকটি বসতি লক্ষ্য করে তারা গোলাবর্ষণ করে।আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানিয়েছেন, আর্মেনিয়ার ভার্দেনিস থেকে চালানো রকেট হামলা চালানো হয়েছে। যুদ্ধে এপর্যন্ত ৪১ জন আজারবাইজানের নাগরিক মারা গেছেন ও ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। কৌশলগত ও মানবিক কারনে আজারবাইজান  যুদ্ধ  বিরতিতে  সম্মত  হলেও আর্মেনিয়ার হামলার কারনে যথাযথ জবাব দেয়ার ঘোষনা দিয়েছে।

ক্রাইম  ডায়রি //সূত্র : অ্যাজভিশন// আন্তর্জাতিক