এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করতে চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলকঃ অন্যথায় আইনগত ব্যবস্থা

A doctor's prescription is mandatory for selling antibiotics: otherwise legal action

এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করতে চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলকঃ অন্যথায় আইনগত ব্যবস্থা

শরীফা আক্তার স্বর্নাঃ

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান আরও বলেন, আগামী দুবছরের মধ্যে দেশের সকল ঔষধ ফার্মেসিকে মডেল ফার্মেসি  অথবা মডেল মেডিসিন শপে পরিণত করার সরকারি উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ঔষধ প্রশাসন। ঔষধের গুণগত মান বজায় রেখে সঠিক ঔষধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মডেল ফার্মেসী কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এবার নড়েচড়ে বসেছে ঔষধ প্রশাসন। লাগাম টেনে না ধরলে যখন সত্যিই বিপজ্জনক পরিস্থিতির দিকে মোড় নিচ্ছিল জনস্বাস্থ্য তখন তাদের এমন কথা সাড়া জাগানোর মতই। সম্প্রতি, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করা যাবে না।  কেউ এর ব্যত্যয় ঘটালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোমবার রাজধানীর খিলক্ষেতে তামান্না ফার্মেসির উদ্যোগে লেকসিটি এবং মিরপুরে দুটি মডেল ফার্মেসি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।   ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান আরও বলেন, আগামী দুবছরের মধ্যে দেশের সকল ঔষধ ফার্মেসিকে মডেল ফার্মেসি  অথবা মডেল মেডিসিন শপে পরিণত করার সরকারি উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ঔষধ প্রশাসন। ঔষধের গুণগত মান বজায় রেখে সঠিক ঔষধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মডেল ফার্মেসী কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন।বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন, ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক মোস্তাফিজুর রহমান, তামান্না মডেল ফার্মেসির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন মৃধা বেলুসহ স্থানীয় লোকজন।

ক্রাইম ডায়রি// রাজধানী