পাল্টা হামলা মুসলিম মুজাহিদ বাহিনী হামাসেরঃ বিপর্যস্ত ইহুদী রাষ্ট্র ইজরায়েল

Counter-attack by the Muslim Mujahideen forces Hamas:The Jewish state of Israel in the face of disaster

পাল্টা হামলা মুসলিম মুজাহিদ বাহিনী হামাসেরঃ বিপর্যস্ত ইহুদী রাষ্ট্র ইজরায়েল

ইসলাম বনাম ইহুদি এ সংঘাত নতুন নয়। ইহুদিদের সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে অনেক আয়াত এসেছে। মহান আল্লাহ তায়ালা তাদেরকে মিথ্যাবাদী ও লানতবাহী বলে ঘোষণা করেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসলাম বনাম ইহুদি এ সংঘাত নতুন নয়। ইহুদিদের সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে অনেক আয়াত এসেছে। মহান আল্লাহ তায়ালা তাদেরকে মিথ্যাবাদী ও লানতবাহী বলে ঘোষণা করেছেন। পান্ডিত্যের অধিকারী এ দল নিয়ে অসংখ্য হাদীস,ঐতিহাসিক ঘটনা ও অনেক দলীল রয়েছে। আধুনিক যুগেও এডলাফ হিটলার ইহুদিদের ধ্বংস করতে চেয়েও গুটিকয় ইহুদীকে বাঁচিয়ে রেখেছিলেন। যার পরিণতি আজ বিশ্ব হাড়ে হাড়ে টের পাচ্ছে।। ইসলামের দৃষ্টিতে দাজ্জালের অনুসারী এ দলের সাথেই হযরত ঈমাম মাহদী আঃ এর যুদ্ধ সংগঠিত হবে।এরই ধারাবাহিকতায় বায়তুল আকসা মসজিদ দখলে ব্যস্ত ইহুদিরা। এরই অংশ হিসেবে বায়তুল আকসায় হামলা চালায় ইহুদি বাহিনী।। বায়তুল আকসা মুসলমানদের প্রথম কাবা এবং অসংখ্য নবী রাসুলের স্মৃতি বিজরিত। ফিলিস্তিনি মুসলিমরা বায়তুল আকসায় লাইলাতুল কদর পালন করতে গেলে ইহুদীরা নির্বিচারে গণহত্যার মতো জঘন্য ঘটনা ঘটায়। প্রতিশোধ নিতে ফিলিস্তিনের মুজাহিদ বাহিনী হামাস পাল্টা হামলা চালাচ্ছে ইহুদী রাষ্ট্রে। 

হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে রকেট হামলায় বিপর্যস্ত গোটা ইসরাইল।  দেশটির বিভিন্ন শহরে গাজা থেকে বৃষ্টির মতো রকেট হামলা চালানো হচ্ছে। মে ১৮,২০২১ ইং  মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, ভূগর্ভস্থ টানেল থেকে হামলা চালায় হামাস। তারা মাগাজি শরণার্থী শিবির থেকে এসব হামলা চালায়।  তবে সেসব টানেলে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। 

এদিকে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি ও ইসরাইলের সংঘর্ষে দুই ইসরাইলি সেনাবাহিনী আহত হয়েছেন। অপরদিকে ইসরাইলি হামলায় ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন।  

আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।  পাশাপাশি ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ছোড়া গুলিতে দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন। 

ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজ জানিয়েছে,  হামাসের ছোড়া রকেটে গাজা সীমান্তে ইসরাইলের দুই বিদেশি শ্রমিক নিহত হয়েছেন।  নিহত শ্রমিক দুইজন থাইল্যান্ডের।  এ ছাড়া ওই হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।  তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এশকল অঞ্চলে হামাস উপর্যুপরি রকেট হামলা চালায়। এতে ১০ ইসরাইলি হতাহত হয়।  তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।  মেগান ডেভিড অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমটি।

ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজের বরাত দিয়ে বলা হয়, ফিলিস্তিনের গাজা অঞ্চল থেকে ৫০টি রকেট ওই অঞ্চলে আঘাত হানে।  এর মধ্যে একটি রকেট গোলাঘর ও অপরটি আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়।  এতে আবাসিক ভবন ও গোলাঘরের ক্ষয়ক্ষতি হয়। 

এর আগে গাজার এরেজ ক্রসিং এলাকায় মর্টার শেলের হামলায় এক ইসরাইলি সেনা আহত হয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, লরিগুলোকে মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংটি চালু হওয়ায় হামাস মর্টার ছোড়ে।

মুসলিমদের পবিত্র প্রথম কিবলা আলআকসায় নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত চলছে।  সংঘাতের নবম দিনে ইসরাইলি হামলায় ২১৪ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। 

ক্রাইম ডায়রি // আন্তর্জাতিক