চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদ হবে বৃহঃবার, বাংলাদেশে শুক্রবার

Due to the absence of the moon, Eid will be celebrated in Saudi Arabia on Thursday and in Bangladesh on Friday

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদ হবে বৃহঃবার, বাংলাদেশে শুক্রবার

অবশেষে ঈদের বার নিয়ে আর জল্পনা কল্পনার কিছু নেই। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদ  বৃহঃবার পালিত হবে। তার মানে বাংলাদেশে ঈদ হবে শুক্রবার। মঙ্গলবার উপসাগরীয় মুসলিম দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

কালিমুল্লাহ দেওয়ান রাজাঃ

অবশেষে ঈদের বার নিয়ে আর জল্পনা কল্পনার কিছু নেই। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদ  বৃহঃবার পালিত হবে। তার মানে বাংলাদেশে ঈদ হবে শুক্রবার। মঙ্গলবার উপসাগরীয় মুসলিম দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

গালফ নিউজ, খালিজ টাইমসসহ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিক ও কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য উপসাগরীয় মুসলিম দেশগুলোকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার অনুরোধ করেছিল। তবে উপসাগরীয় অঞ্চলের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা থাকতে হবে। সে অনুযায়ী রোজা হবে ৩০টি। ফলে বৃহস্পতিবার মুসলিমদের পবিত্র উৎসব ঈদ-উল-ফিতর বৃহস্পতিবার পালন করবে মধ্যপ্রাচ্যর দেশগুলো। 

ক্রাইম ডায়রি/জাতীয়