ইজতেমা মাঠে মারা গেলেন জেলা তথ্য অফিস ঢাকার অপারেটর আব্দুল মান্নান
তিনি বিশ্ব ইস্তেমা মাঠে কর্তব্যরত অবস্থায় হার্ট অ্যাটাক করেন।
অনলাইন ডেস্কঃ
তথ্য অধিদপ্তরাধীন জেলা তথ্য অফিস, ঢাকা-এর এপিএই অপারেটর,জনাব আব্দুল মান্নান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
উল্লেখ্য,তিনি বিশ্ব ইস্তেমা মাঠে কর্তব্যরত অবস্থায় হার্ট অ্যাটাক করেন। প্রাথমিকভাবে তাঁকে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯.৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ নিজামূল কবীর তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এমন কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।
ক্রাইম ডায়রি // স্পেশাল