সিরাজগঞ্জের পাঙ্গাশীতে রাস্তার বেহাল দশা
সিরাজগঞ্জের পাঙ্গাশীতে রাস্তার বেহাল দশা। দেখার কি কেউ নেই?

এতিম এই রাস্তা দেখে মনে হয় কোন অভিভাবক নেই বা কোনকালেই কেউ এই রাস্তার দায়িত্বে ছিলনা।
অনলাইন ডেস্কঃ
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা সদরের পাঙ্গাশী চান্দাইকোনা সড়কের পাঙ্গাশী বাজার অংশের রাস্তার বেহাল দশা। এক যুগেরও অধিক সময় ধরে ভাঙ্গাচোরা থাকলেও কখনই এ রাস্তা পুরোপুরি সংস্কার করা হয়নি।
এতিম এই রাস্তা দেখে মনে হয় কোন অভিভাবক নেই বা কোনকালেই কেউ এই রাস্তার দায়িত্বে ছিলনা।
এই রাস্তা দিয়ে উত্তরবঙ্গের প্রবেশপথ চান্দাইকোনা হতে প্রতিদিন হাজার হাজার মানুষ জেলা শহর সিরাজগঞ্জে যাতায়াত করে। এর মিডল পয়েন্ট পাঙ্গাশী। রাস্তার বেহাল দশা হওয়ায় ভোগান্তিতে সাধারণ জনগণ সহ যানবাহন চালকেরা।
ভাঙ্গাচোরা এই সরু রাস্তায় চলাফেরা করে বড় বড় গাড়ি, সৃষ্টি হয় প্রচন্ড জ্যাম। নাই কোন ট্রাফিক কার্যক্রম। এলাকার জনগণের দাবি অতি দ্রুত রাস্তাটি মেরামত করে জনদূর্ভোগ দুর করার ব্যবস্থা নেয়া হোক।
ক্রাইম ডায়রি / জেলা