ঢাকা দক্ষিণে রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে সকল দোকানপাট

All shops in Dhaka South have to be closed by 8 pm

ঢাকা দক্ষিণে রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে সকল দোকানপাট

কালিমুল্লাহ দেওয়ান রাজাঃ

যানজটে এবং জনজটে অস্থির পুরাতন ঢাকা। পুরো মহানগরীতে যেমন যানজট লাগে একই ভাবে পুরাতন ঢাকার অনেক জায়গায় তৈরি হয় জনজট। আর এই দুই জটেই নাকাল নগরবাসি।এই দুরবস্থা আরও বেশি হয় রাতে যখন বিভিন্ন সময়ে আসা মানুষগুলো একসাথে ঘরে ফেরা শুরু করে। এ অবস্থা থেকে মুক্তির কি উপায়?? ঢাকা মহানগরীর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস তাই নতুন নিয়ম করতে যাচ্ছেন।  তিনি ঘোষণা দিয়েছেন, রাত আটটার মধ্যে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তিনি বলেছেন, ঢাকা শহরকে শৃঙ্খলায় আনতে মার্কেট, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করলে সামগ্রিক ব্যবস্থাপনার সুষ্ঠুভাবে সম্পাদন করতে সুবিধা হবে। নভেম্বর ১৮,২০২০ইং বুধবার ডিএসসিসির আজিমপুর, হাজারীবাগ ও পুরান ঢাকার বেশ কিছু এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 ডিএসসিসির এই মেয়র বলেন, আমরা শহরটাকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। তাই  আমরা রাত ৮টার মধ্যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ করতে চাই। বহির্বিশ্বে দেখি একটি সুনির্দিষ্ট সময়ের পরে সবকিছু বন্ধ হয়ে যায়। বিকাল ৫টা, সন্ধ্যা ৬টা, ৭টা ও ৮টা বিভিন্নক্ষেত্রে এলাকাভিত্তিক সেই সময়সীমা নির্ধারণ করা হয়। এজন্য আমরা এমন সিদ্ধান্ত নিতে চাচ্ছি। 

তিনি বলেন, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ হলে রাজধানী যানজট থেকে অনেকটা মুক্তি পাবে, মানুষ পরিবার ও সন্তানকে সময় দিতে পারবে। একদিকে যেমন সামাজিক ও পারিবারিক উন্নয়ন ঘটবে আরেকদিকে যান্ত্রিকতা মুক্ত হয়ে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সব বাবা-মাকে সন্তানের সঙ্গে সময় দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সেটা ভুলে যাই। আমরা ক্লান্ত হয়ে বাসায় যাই, নিজেদের মতো করে হয়তো ঘুমিয়ে পড়ি বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু সন্তানকে সময় দেয়া জাতি গঠনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সবকিছু বিবেচনা করে আমরা রাত ৮টা পর্যন্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সময় নির্ধারণ করেছি। এটি কার্যকর করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, আমরা এরই মধ্যে ওয়ার্ডভিত্তিক কতগুলো গণশৌচাগার প্রয়োজন, কোন কোন ওয়ার্ডে প্রয়োজনীয়তা বেশি সেটার সমীক্ষা করছি। আমরা প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে গণশৌচাগার করব।

যেসব এলাকায় জনসাধারণের যাতায়াত বেশি, সেখানে আমরা বেশি করে গণশৌচাগার করব। এজন্য আমরা এরই মধ্যে প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছি এবং প্রকৌশল বিভাগ একটি প্রকল্প প্রণয়নের জন্য সমীক্ষা করছে।  প্রতি সপ্তাহের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বুধবার দুপুরে রাজধানীর টিকাটুলির শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়ের ‘শেখ হাসিনা একাডেমিক ভবন’ উদ্বোধনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়েছেন। এদিক করোনা মোকাবেলায় এ৷ নির্দেশনা অনেক কাজ দিবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ক্রাইম ডায়রি //রাজধানী