মানুষকে ভালোবাসা জানানোর শ্রেষ্ঠ মাধ্যম স্বেচ্ছায় রক্তদানঃরিজিয়া রেজা চৌধুরী
ইয়াছিন আরাফাত
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাতকানিয়া-লোহাগাড়ার সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেছেন,স্বেচ্ছায় রক্তদান এটি রাসূল (সঃ) এর প্রদর্শিত কাজ, এই কাজের মাধ্যমে সকল ধর্মের মানুষের সেবা করা যায়।লোহাগাড়া এবং সাতকানিয়ার বিভিন্ন রোগীদের সবসময় যারা স্বেচ্ছায় রক্তদান করে অসহায় রোগীদের পাশে দাঁড়ায় তাদের এই স্বেচ্ছাসেবী কাজে আমি অত্যান্ত আনন্দিত। আজকের এই তরুণরা আগামী দিনের সম্পদ, তোমরাই পারবে আগামী দিনে একটি সুন্দর সমাজ গঠন করতে।
তিনি আরো বলেন, যেখানে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক সহ নানারকম অপরাধ মূলক কর্মকান্ড দেখা যাবে সাথে সাথে
লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করে তা প্রতিরোধ করবে।
তোমাদের সহযোগীতায় প্রতিটি সমাজ থেকে সামাজিক ব্যাধি প্রতিরোধ করতে হবে। (শনিবার) ২২ফেব্রুয়ারী বিকেলে লোহাগাড়া অামিরাবাদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অায়োজিত
লোহাগাড়ার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন “কিল্লার আন্দর ব্লাড ব্যাংক”র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে মোঃ রিদুওয়ানুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের প্রধান সমন্বায়ক স্থানীয় সাংসদের সুযোগ্য ভাগিনা মোঃ ওবায়দুল হক।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগস সমিতি লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম,লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল,
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার সভাপতি ইকবাল হোসেন। লোহাগাড়া মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কহিনুর আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬০টি ব্লাড ব্যাংকের সদস্য এবং বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে ও বিভিন্ন সমাজিক সংগঠন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


crimediarybd1








