শাহজাদপুরে জঙ্গি আস্তানাঃ গোলাগুলি ও অস্ত্র উদ্ধারঃ আটক ৪

Militant hideout in Shahjadpur: ammunition and weapons recovered: 4 detained

শাহজাদপুরে জঙ্গি আস্তানাঃ গোলাগুলি ও অস্ত্র উদ্ধারঃ  আটক ৪

শাহজাদপুর সংবাদদাতাঃ

বাড়ি ভাড়া দিতে বাড়িওয়ালাকে আরও সাবধানতা অবলম্বন করা উচিত। সম্প্রতি সিরাজগঞ্জের শাহজাদপুরে নতুন ভাড়াটিয়াকে জঙ্গি  সন্দেহে আটক করা হয়েছে। প্রশাসব সুত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটি থেকে ৪ ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া একতলা টিনশেডের ওই বাড়ি থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে বাহিনীটি।   

তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। পৌর এলাকার শেরখালীর উকিলপাড়ার ফজলুল হকের বাড়িতে ভোর ৫টার দিকে অভিযান চালায় র‌্যাব-১২। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়িটির ভেতর থেকে গুলিবর্ষণ করা হয়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। তবে দুপক্ষের গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, সম্প্রতি রাজশাহীর শাহ মখদুম এলাকা থেকে জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের উকিলপাড়ার ফজলুল হকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। 

উল্লেখ্য, আবদুল্লাহ নামে এক ব্যক্তি ওই বাড়িটিতে ভাড়া থাকেন। প্রায় আড়াই মাস আগে তিনি বাড়িটি ভাড়ায় নিয়ে বসবাস শুরু করেন। এরই মধ্যে ঢাকা থেকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয় ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে বলেও  র‌্যাব সুত্রে জানা গেছে। 

ক্রাইম ডায়রি // আইন শৃঙ্খলা