ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্টঃ লক্ষাধিক টাকা জরিমানা

আজোয়া লিঃ, ধৌড়, তুরাগ প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইনে ৩,০০,০০০.০০(তিন লক্ষ টাকা) জরিমানা করা হয়।

ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্টঃ লক্ষাধিক টাকা জরিমানা
ছবি- অনলাইন হতে সংগৃহীত

মহানগর সংবাদদাতাঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে  ঢাকা মহানগরীর মিরপুর তুরাগ থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

বিএসটিআই  র‌্যা- এর যৌথ উদ্যোগে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মাদ আনিসুর রহমান এর নেতৃত্বে মিরপুর এলাকায় কৃষিবিদ ফুড এন্ড বেভারেজ লিঃ, চটবাড়ী, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মানচিন্হ ব্যবহার করে বিস্কুট, কেক, লাচ্ছা সেমাই পন্য উৎপাদন বিক্রি-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইনে ,০০,০০০.০০(এক লক্ষ টাকা) নিরাপদ খাদ্য আইনে ,০০,০০০.০০(দুই লক্ষ টাকা) জরিমানা করা হয় একইসাথে আজোয়া লিঃ, ধৌড়, তুরাগ প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইনে ,০০,০০০.০০(তিন লক্ষ টাকা) জরিমানা করা হয়

এ সময় অভিযান পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন  জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা

ক্রাইম ডায়রি/আদালত