ফারমার্স ব্যাংকের পৌণে তিন কোটি টাকা আত্মসাৎ : রিজেন্ট সাহেদের জামিন স্থগিত

ফারমার্স ব্যাংকের পৌণে তিন কোটি টাকা আত্মসাৎ : রিজেন্ট সাহেদের জামিন স্থগিত
ছবি- অনলাইন হতে সংগৃহীত

ক্রাইম ডায়রি ডেস্কঃ

ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম দুদকের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে গত ২৮ জুলাই বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ সাহেদকে জামিন দেন।
সাবেক ফারমার্স ব্যাংকে ঋণ জালিয়াতির অভিযোগে ২০২০ সালে দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহাজাহান মিরাজ বাদি হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সাহেদসহ চারজনের নামে মামলা করেন। এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন। পরে হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন।

ক্রাইম ডায়রি/আদালত