৫৬ ব্যাংকে দুদকের চিঠিঃ ডিএজি রুপার তথ্য জানতে চায় দুদক

ACC letter to 56 banks: The ACC wants to know the information of DAG Rupa

৫৬ ব্যাংকে দুদকের চিঠিঃ ডিএজি রুপার তথ্য জানতে চায় দুদক

আদালত প্রতিবেদকঃ

আদালত বলেন- বিচার অঙ্গনে দুর্নীতি নির্মূলে দুদককে আরও সক্রিয় হওয়া উচিত। আদালত আরও বলেন- সবার মনে রাখা উচিত কেউ আইনের ঊর্ধ্বে নয়।

 ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার যাবতীয় ব্যাংক হিসাব জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থ লোপাট ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দেশের সরকারি-বেসরকারি ৫৬টি ব্যাংকে বৃহস্পতিবার এ চিঠি দেয়া হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষরিত চিঠিগুলো ব্যাংকগুলোর এমডি বরাবর পাঠানো হয়েছে। তাছাড়া,  রূপাকে  জিজ্ঞাসাবাদ করতে ২৭ জানুয়ারি,২০২১ ইং তারিখে  তলব করেছে দুদক। ওইদিন রূপাকে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি ও নথিপত্রসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। প্রসঙ্গতঃ বিগত ২৯ অক্টোবর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ গ্রহণ করে বিতর্কিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা পরিচয় ব্যবহারকারী জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ গ্রহনের মাধ্যমে  অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ নভেম্বর,২০২০ইং তলব করেছিল দুদক।  কিন্তু রূপা করোনা আক্রান্ত হওয়ায় তিনি সেদিন দুদকে হাজির হননি। দুদকের এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রূপার পক্ষে রিট করা হয়।  ৩ নভেম্বর বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ ও পর্যবেক্ষণ দেন। আদালত বলেন- বিচার অঙ্গনে দুর্নীতি নির্মূলে দুদককে আরও সক্রিয় হওয়া উচিত। আদালত আরও বলেন- সবার মনে রাখা উচিত কেউ আইনের ঊর্ধ্বে নয়।

শুনানি শেষে সেদিন গণমাধ্যমের কাছে আদালতের এ পর্যবেক্ষণ তুলে ধরেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। 

ক্রাইম ডায়রি // আদালত