বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে গাছ কর্তনঃ হুমকির মুখে বাগান মালিক
বৃক্ষ নিধন একটি মারাত্মক অপরাধ। সরকার যেখানে প্রাকৃতিক বিপর্যয় হতে দেশকে রক্ষায় বৃক্ষ রোপনে নানামুখী উদ্যোগ গ্রহন করেছেন তখন একটি গাছের বাগান ধ্বংস করে দেয়া সরকারের সাথে যুদ্ধের শামিল।
প্রকৃতির অন্যতম বন্ধু গাছের বাগান ধ্বংসের অভিযোগ উঠেছে।
মোঃ জাকির হোসেন রনি, উত্তরাঞ্চলীয় অফিসঃ
বগুড়ার শেরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে প্রকৃতির অন্যতম বন্ধু গাছের বাগান ধ্বংসের অভিযোগ উঠেছে। জানা যায়, ফলদ ও কাঠের বৃক্ষ সমৃদ্ধ এই বাগানের আম,পেয়ারা,কাঠাল ও ইউ ক্যালিপ্টাস গাছসহ প্রায় ৬০০টি গাছ ছিল। যা গভীর রাতে কেটে ফেলে দূর্বৃত্তরা। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের সদর হাসড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্রাইম ডায়রি'র উত্তরাঞ্চলীয় প্রধান জিজ্ঞেস করলে ভুক্তভোগী লিটন মিঞা (৩৫)জানান আমি শেরপুর থানায় অভিযোগ দায়ের করেছি। আমার বাবার পৈতৃক সুত্রে পাওয়া সদর হাসড়া মৌজার দাগ নং ৮২৮, ৮২৯, খতিয়ান নং ৪২ এবং এমার ৫০, বৈধ দলিলমূলে ৪বিঘা ৮ শতাংশ জমিতে কিছু অংশে ধান, পেয়ারা, আম ও কাঠের ই কালেক্টর গাছ রোপণ করেছি।
এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত জসিম উদ্দিন সরকারের ছেলে মোঃ নজরুল ইসলামের (৪৫) সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিশ বৈঠক হলেও শালিশের রায় অমান্য করে জবর দখল করার চেষ্টা করছে। এমতাবস্থায় গত বুধবার দিবাগত রাতে নজরুলসহ মৃত খাদেম সরকারের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩), হামিদুর রহমানের ছেলে শাহ ফরিদ (৩০) মৃত সাহেব আলী মন্ডলের ছেলে,নিজাম উদ্দীন (৫০) মজিদ (৪২) সাইদুর রহমান (৪৪), সাহাপুর গ্রামের মোঃ মন্টু মিয়া, মন্টু মিয়ার ছেলে শামীম হোসেন (৩৫) এবং সদর হাসরার শহিদ উদ্দিনের ছেলে মাসুদ রানা আনুমানিক রাত দেড়টার দিকে ফলজ ও কাঠের গাছ কেটে ফেলে দেয়। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে আমার এবং তারা আমাকে প্রাণ নাশকের হুমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী লিটন।
এ বিষয়ে নজরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ক্রাইম ডায়রিকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্রাইম ডায়রি/ ক্রাইম