বগুড়া জেলায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান

পুলিশ প্লাজায় অবস্থিত স্বপ্ন সুপার শপ বগুড়াকে প্রতিষ্ঠানটির ডিজিটাল স্কেল পরিমাপের সঠিক পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটিকে ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

বগুড়া জেলায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান
ছবি-ক্রাইম ডায়রি

অভিযান পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী ( সংযুক্তি বগুড়া) এর কর্মকর্তা আমি মোঃ শাহ আলম পলাশ খাঁন, পরিদর্শক ( মেট্রোলজি)।

শরীফা আক্তার স্বর্না:

 বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী (সংযুক্তি বগুড়া)'র উদ্যোগে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এসময় বগুড়া সদরের থানা রোডে আকবরিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী উৎপাদিত পাউরুটি, বিস্কুট, কেক পণ্যের বিএসটিআই'র( PCR) সনদ গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে কারখানা পরিদর্শন করা হয় এবং ওজন যন্ত্র যাচাই করে পরিমাপের সঠিক পাওয়া যায় এবং ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। একই সময় পুলিশ প্লাজায় অবস্থিত স্বপ্ন সুপার শপ বগুড়াকে প্রতিষ্ঠানটির ডিজিটাল স্কেল পরিমাপের সঠিক পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটিকে ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

একই দিন বগুড়া কাহালু উপজেলায়  হপ এনিমেল নিউট্রিশন বাংলাদেশ কোম্পানি লিমিটেড  প্রতিষ্ঠানটির ওয়েব্রিজ (ডিজিটাল স্কেল) যাচাই করে পরিমাপের সঠিক পেয়ে সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয় এবং পোল্ট্রি ফিড এর PCR সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। এরপর শাজাহানপুর থানার বয়রাদীঘি  এলাকার সিনজেনটা কোম্পানি লিমিটেড এর পরিমাপ যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায় ও সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী ( সংযুক্তি বগুড়া) এর কর্মকর্তা আমি মোঃ শাহ আলম পলাশ খাঁন, পরিদর্শক ( মেট্রোলজি)।

 বিএসটিআই বগুড়া অফিস ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রিকে জানিয়েছে,  ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান তারা অব্যাহত রাখবে।

ক্রাইম ডায়রি/ জেলা