নাটোরে পৃথক তিনটি অভিযান পরিচালানা করে ট্রাক-বাস ও বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ২৫ জন চাঁদাবাজকে নগদ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এর আগে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সিংড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা আনোয়ার হোসেন বাবু, তাদের অনুসারী মো: আকরামুল ইসলাম (৩৮), মো: এরশাদুল (৪৮), মো: বাবুল খান (৪৭), মো: মনসুর রহমান (৩৭), মো: মোজাহার আলী (৫৫), বারেক সর্দার, মো: হাসান আলী (৫৬), মো: জিয়াদুল ইসলাম (৫৫), ফাইজুল ইসলাম (৩৫), মো: আরিফুল ইসলাম (৩০), নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুর রাজ্জাক (৪০), বাঁশভাগ গ্রামের মো: বেল্লাল হোসেন (৫৬), মো: ফারুক (৩৬), নাটোর সদর উপজেলার নবীনগর এলাকার মো: বাবু প্রামানিক (৩৫), রামকৃষ্ণপুর গ্রামের মো: রানা (২৮), মো: আব্দুল খালেক (৬৫), লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মো: শাহাজাহান আলী (৬২), বৈদ্যনাথপুরের মো: আজাহার শেখ (৫২), মো: আফজাল হোসেন (৬০), মো: রাইজুল ইসলাম (৩৫), মো: রেজাউল করিম ও মো: উজ্জল হোসেন (২৮) এবং রাজশাহীর বোয়ালিয়া থানার মো: রুপস আলী (৪১)।
র্যাবের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার বলেন, ‘কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, বাস এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের ২৫ জনকে আটক করা হয়েছে। নfটোর সদর, সিংড়া ও লালপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ক্রাইম ডায়রি// ক্রাইম