বিএসটিআইয়ের ম্যাজিষ্ট্রেট পরিচয়ে প্রতারকের ফোন

প্রতি বছরই ঈদকে কেন্দ্র করে প্রতারনায় মেতে ওঠে একটি চক্র। কখনও ম্যাজিস্ট্রেট,কখনও পুলিশ কর্মকর্তা কিংবা ড্রাগ সুপারভাইজাট ইত্যাদি সেজে ক্লায়েন্ট কিংবা ব্যবসায়ীদের অভিযানের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয় এই চক্র।

বিএসটিআইয়ের ম্যাজিষ্ট্রেট পরিচয়ে প্রতারকের ফোন
ছবি- অনলাইন হতে সংগৃহীত

শরীফা আক্তার স্বর্নাঃ

ভর দুপুর বেলা। রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান হতে মিরপুর ফিরছিলেন "ক্রাইম ডায়রি" ও "গোয়েন্দা ডায়রি'র সম্পাদক। এসময় তার মোবাইল ফোনে বিএসটিআই হতে ইমার্জেন্সি কল আসে যে তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান চালানো হবে। তিনি পরিচয় জানতে চাইলে ০১৮২৮ ০৬৬৬৮৯ নম্বর হতে কল করা ব্যক্তি নিজেকে বিএসটিআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে, ম্যাজিষ্ট্রেট তার সাথেই আছেন। তার সকল কাগজপত্র আছে কিনা। এসময় তিনি কলকারীকে জানান তিনি ঢাকায় থাকেন। তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের ফ্যাক্টরীর কার্যক্রম বন্ধ থাকলেও সকল কাগজপত্র এডভান্স আপডেট করা আছে। তিনি অভিযান করতে পারেন। 

কলকারী বলেন আপডেট থাকলেও অভিযান চালানো হবে। তবে তিনি তাকে হেল্প করতে পারেন। এজন্য টাকা ব্যয় করতে হবে।  এসময় কলকারী যে ফ্রড তা বুঝতে পেরে  তিনি কলকারীকে লাইনে রেখেই কলকারী যার পরিচয় দিয়েছেন বিএসটিআইয়ের সেই কর্মকর্তাকে ফোন দিয়ে প্রতারনার বিষয়টি নিশ্চিত হয়ে নেন এবং কলকারীকে আসার আমন্ত্রণ জানান। 

এরপরে সেই নম্বর হতে তাকে ব্লক করে দেয়া হয়। পরবর্তীতে ভিন্ন নম্বর হতে একাধিক কল করে পরিচয় জানার চেষ্টা করা হলেও প্রতারক নিজেকে বিএসটিআইয়ের কর্মকর্তা পরিচয় দেয়। বিএসটিআই বগুড়া ও রাজশাহী সুত্রে জানা গেছে এমন একজন প্রতারক প্রায়শঃই ফোন দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারনা করে যাচ্ছে। বিএসটিআইয়ের জনবান্ধব কর্মকর্তা অভিযান ও গণসচেতনতার মাধ্যমে বগুড়ার চিত্র পাল্টে দেয়া  প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রতারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন এবং বিএসটিআই যথাযথ পদক্ষেপ গ্রহন করবে বলে জানান।

বিএসটিআই রাজশাহীর সুদক্ষ এবং সবচেয়ে সৎ কর্মকর্তা হিসেবে রাজশাহী বিভাগের ব্যবসায়ী মহলের নিকট পরিচিত সহকারী পরিচালক (সিএম) আসলাম হোসেন জানান একটি প্রতারক চক্র অনেক ব্যবসায়ীকে কল দিয়ে এমন প্রতারনা করে আসছে। বিভিন্নজনের নিকট হতে তারাও অভিযোগ পেয়েছেন। বিএসটিআই এ বিষয়ে সকলের সহযোগিতা নিয়ে কার্যকরী পদক্ষেপ নিবে বলে তিনি ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রিকে জানান। এ বিষয়ে সাইবার সিকিউরিটি পুলিশ এবং পিবিআই সহ বেশ কয়েকটি অপরাধ দমন অধিদপ্তরে ফ্রডকারীর মোবাইল নম্বর প্রদান সহ তথ্য প্রদান করা হয়েছে। 

এদিকে টিম ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি'র প্রতিনিধিরা এই প্রতারক চক্রের বিষয়ে বিশেষ প্রতিবেদন তৈরিতে করতে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে। 

ক্রাইম ডায়রি / ক্রাইম