উপজেলা চেয়ারম্যানকে গুলি: উত্তপ্ত নরসিংদী
হারুনুর রশিদ খান শনিবার ভোর ৫টার দিকে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে ফেরার পথে বাড়ির গেইটে মোটরসাইকেলে আসা তিন মুখোশধারী তাকে পেছন থেকে পরপর তিনটি গুলি করে।

বাড়ির গেইটে মোটরসাইকেলে আসা তিন মুখোশধারী তাকে পেছন থেকে পরপর তিনটি গুলি করে। এতে তার পিঠে গুলি লাগে।
নরসিংদী সংবাদদাতাঃ
হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠল নরসিংদী। সৎ,শান্ত ও জাদরেল রাজনীতি বলে সুখ্যাতি পাওয়া নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে বাড়ির দরজায় গুলি করেছে মুখোশধারী একদল সন্ত্রাসী।
ফেব্রুয়ারী ২৫ ,২০২৩ইং শনিবার ভোর ৫টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কের বাড়িতে এ ঘটনা ঘটে বলে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার জানিয়েছেন।
শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সুত্রে জানা গেছে, হারুনুর রশিদ খান শনিবার ভোর ৫টার দিকে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে ফেরার পথে বাড়ির গেইটে মোটরসাইকেলে আসা তিন মুখোশধারী তাকে পেছন থেকে পরপর তিনটি গুলি করে। এতে তার পিঠে গুলি লাগে।
তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ক্রাইম ডায়রি/ক্রাইম