বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানঃ অবৈধ শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্টানকে জড়িমানা ও সিলগালা

বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য ‘আইস ললি, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও এডিবল জেল’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় বগুড়া শহরের মাটিডালী উত্তরপাড়া এলাকার মেসার্স সোহা সিনহা ফুড প্রোডাক্টস, মাটিডালী উত্তরপাড়া, সদর, বগুড়া এর স্বত্তাধিকারী জনাব মোঃ আব্দুল হামিদকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। 

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানঃ অবৈধ শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্টানকে জড়িমানা ও সিলগালা

বিএসটিআই’র লাইসেন্স ছাড়া অবৈধভাবে ‘আইস ললি, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও এডিবল জেল’ বিক্রি-বিতরণ করায় একটি প্রতিষ্ঠানকে ১,৫০,০০০/- জরিমানা করেছেন। 

শরীফা আক্তার স্বর্নাঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজশাহীর বিএসটিআইয়ের সুদক্ষ ও জনবান্ধব পরিচালক প্রকৌশলী মো: সেলিম উদ্দিন, সহকারী পরিচালক মোঃ আসলাম হোসেন এবং বগুড়া বিএসটিআইয়ের সি এম অপারেশনের দায়িত্বপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এর আন্তরিক প্রচেষ্ঠায় বগুড়া বিএসটিআই বরাবরই অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন এবং আভিযানিক কর্মকান্ডে সারাদেশের মধ্যে এগিয়ে।  মূল হতে অপরাধীদের টেনে বের করে শেকড় উপরে ফেলার  এক অন্যরকম দক্ষতা রয়েছে প্রকৌশলী জুনায়েদের। বগুড়া বাসীরা তাই অনেকে তাকে মন্তব্য করে থাকেন তিনি যেন সুদক্ষ বিচারক কিংবা দক্ষ গোয়েন্দা কর্মকর্তাদের মতো ন্যায় বিচারের পাল্লাকেই সবসময় ভারী রাখেন। তার একক প্রচেষ্টায় বগুড়া বিএস টি আই এর নাম এখন বগুড়া বাসীর মুখে মুখে। লুকিয়ে থাকা  অনুমোদনহীন প্রতিষ্টান কিংবা ব্যবসা তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে ছেঁকে বের হয়ে আসে।

সম্প্রতি একাধারে সিরিজ অভিযান পরিচালনা করে তিনি অসংখ্য প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের আওতায় এনেছেন  এবং অপরাধীদের সাজার ব্যবস্থা করে জড়িমানা আদায় করে সরকারের রাজস্ব বাড়িয়েছেন। সম্প্রতি, মার্চ ২০, ২০২২ইং বিএসটিআই’র লাইসেন্স ছাড়া অবৈধভাবে ‘আইস ললি, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও এডিবল জেল’ বিক্রি-বিতরণ করায় একটি প্রতিষ্ঠানকে ১,৫০,০০০/- জরিমানা করেছেন। 

বিএসটিআই বগুড়া সুত্রে জানা গেছে, বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ অভিযানে অদ্য বগুড়া সদরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য ‘আইস ললি, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও এডিবল জেল’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় বগুড়া শহরের মাটিডালী উত্তরপাড়া এলাকার মেসার্স সোহা সিনহা ফুড প্রোডাক্টস, মাটিডালী উত্তরপাড়া, সদর, বগুড়া এর স্বত্তাধিকারী জনাব মোঃ আব্দুল হামিদকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। 
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ গোপনে শিশুখাদ্য হিসেবে পরিচিত ‘রবি ও ইলু-বিলু’ ব্রান্ডে অবৈধভাবে ‘আইস ললি, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও এডিবল জেল’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করে আসছিলো। বগুড়া জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রূপম দাস এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

ক্রাইম ডায়রি// আদালত/জেলা