প্রেম ও উন্নতিতে ভারত বাংলাদেশ এক হয়ে কাজ করবে-- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

India and Bangladesh will work together for love and prosperity - Prime Minister of India Narendra Modi

প্রেম ও উন্নতিতে ভারত বাংলাদেশ এক হয়ে কাজ করবে-- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিক এবং সৌহার্দপূর্ণ।  ১৯৭১ সালে সেই বন্ধুত্ব প্রমাণিত। পাক হানাদার বাহিনীর জুলুমের হাত থেকে রক্ষা পেতে ভারতই ছিল তখন মানুষের একমাত্র আশ্রয়স্থল। তিনি কট্টর মৌলবাদী না সাধারন ধার্মিক সেটা বড় কথা নয় বরং তিনি বাংলাদেশের মানুষের ভয়াবহ সেই দিনগুলিতে আশ্রয় দানকারী দেশের প্রধানমন্ত্রী।  সেই মূল্যায়নে তিনি অনেক দামী মানুষ। তার আগমনে মানুষের সেই দিকটাই ভাবা উচিত।

আতিকুল্লাহ  আরেফিন রাসেলঃ

ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিক এবং সৌহার্দপূর্ণ।  ১৯৭১ সালে সেই বন্ধুত্ব প্রমাণিত। পাক হানাদার বাহিনীর জুলুমের হাত থেকে রক্ষা পেতে ভারতই ছিল তখন মানুষের একমাত্র আশ্রয়স্থল। তিনি কট্টর মৌলবাদী না সাধারন ধার্মিক সেটা বড় কথা নয় বরং তিনি বাংলাদেশের মানুষের ভয়াবহ সেই দিনগুলিতে আশ্রয় দানকারী দেশের প্রধানমন্ত্রী।  সেই মূল্যায়নে তিনি অনেক দামী মানুষ। তার আগমনে মানুষের সেই দিকটাই ভাবা উচিত। সফররত ভারতের প্রধানমন্ত্রী মন্তব্য করেন, বাংলাদেশ ও ভারতের স্বাভাবিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। মার্চ ২৭,২০২১ইং শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়িতে মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ভারতের নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা দুই দেশ একবিংশ শতকের গুরুত্বপূর্ণ সময়কালে নিজেদের লক্ষ্যপূরণ করবো। ভারত ও বাংলাদেশ উন্নতি ও প্রেমের পথে বিশ্বের পথপ্রদর্শন করতে থাকবে।

তিনি বলেন, ‘আজ দুই দেশের স্বাভাবিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। উভয় দেশই নিজেদের বিকাশ, নিজের প্রগতির চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চায়। উভয় দেশই পৃথিবীতে অস্থিরতা, সন্ত্রাস এবং অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, প্রেম এবং শান্তি চায়। ’প্রায় ৩২ মিনিটের বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশ আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। আমাদের সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মনের সঙ্গে মনের সম্পর্ক। ’

তিনি বলেন, ‘আমি আজ এখানে এসে তেমনটাই অনুভব করছি, ভারতে থাকা মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার লাখ লাখ ভাই-বোনেরা ওড়াকান্দি এসে যেমন অনুভব করেন। ’

নরেন্দ্র মোদি বলেন, ‘এই দিনের এই পবিত্র মুহূর্তের প্রতীক্ষা আমার বহু দিনের বহু বছর ধরে ছিল। ২০১৫ সালে আমি যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বাংলাদেশে আসি, তখনই আমি এখানে আসার ইচ্ছা ব্যক্ত করেছিলাম। আমার সেই প্রত্যাশা, সেই কামনা আজ পূর্ণ হলো। আমি বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানে ভারতের ১৩০ কোটি ভাইবোনের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা নিয়ে এসেছি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ায় আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আসার আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গিয়েছিলাম। সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ওনার ভিশন আর বাংলাদেশের লোকেদের ওপর ওনার বিশ্বাস এক উদাহরণ স্বরূপ। ’

এ সময় ভারতের বনগাঁর এমপি শান্তনু ঠাকুর ও স্থানীয় মতুয়া সম্প্রদায়ের নেতারা মন্দিরে উপস্থিত ছিলেন। 

ক্রাইম ডায়রি // জাতীয়