সেনা অফিসারের (অব:) ফ্ল্যাট জবর দখলের চেষ্টা

সকল সদস্যদের মারাত্মক মারধর করে এবং বাসা থেকে বের করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে।

সেনা অফিসারের (অব:) ফ্ল্যাট জবর দখলের চেষ্টা

সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন এর ১২০ নং "নীড় ডেভেলপার" ভাষানটেকের ফ্ল্যাটটি দখলের উদ্দেশ্যে স্থানীয় আওয়ামীপন্থী সন্ত্রাসী আলামিনের নেতৃতে চারজনের একটি গ্রুপ প্রবেশ করে ভাংচুর শুরু করে।

আলাউদ্দিন সোহেল:
রাজধানীর ভাষানটেক এলাকায় বিগত ২৯ডিসেম্বর ২০২৪; রবিবার বিকেল ৪ টার দিকে সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন এর ১২০ নং "নীড় ডেভেলপার" ভাষানটেকের ফ্ল্যাটটি দখলের উদ্দেশ্যে স্থানীয় আওয়ামীপন্থী সন্ত্রাসী আলামিনের নেতৃতে চারজনের একটি গ্রুপ প্রবেশ করে ভাংচুর শুরু করে।

এসময় সন্ত্রাসীরা ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা জাকির হোসেনের স্ত্রী, সন্তান, ও পরিবারের অন্যান্য সকল সদস্যদের মারাত্মক মারধর করে এবং বাসা থেকে বের করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে।

ভুক্তভোগী জাকির হোসেন গোয়েন্দা ডায়রিকে বলেন,  এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে তাৎক্ষণিক ৯৯৯ এ কল করি, তবে পুলিশ আসতে অনেক দেরি করে, কিন্তু কেন পুলিশ তাৎক্ষণিক আসেনি এই বিষয়ে প্রশাসনের নিকট একই সাথে জাকির হোসেন আর্মি ক্যাম্পে ফোন করলে তাৎক্ষণিক সেনাবাহিনীর টিম চলে আসে এবং ঘটনাস্থল হতে একজনকে হাতেনাতে ধরে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাকি তিনজন দেয়াল টপকে পালিয়ে যান। পরে জানা যায় ধৃত ব্যক্তির নাম আলামিন এবং সেই গ্রুপ লিডার।
সেনাবাহিনীর জেরায় ধৃত আলামিন জবানবন্দি ও লিখিত স্বীকোরক্তি প্রদান করে। এসময় সেনাবাহিনীর
নিকট তার সমস্ত অপরাধের কথা সে স্বীকার করে এবং তাদেরকে কারা বা কে পাঠিয়েছে এবং কারা সাথে ছিল জানায়।

তবে আলামিন কে সেনাবাহিনী থানায় হস্তান্তর করার পর পরই থানার ওসি সন্ত্রাসী আলামিনকে ছেড়ে দেন বলে ভুক্তভোগী জানান। বিষয়টি এলাকার লোকজনের নিকট প্রকাশ হলে স্থানীয় লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে জাকির হোসেন গোয়েন্দা ডায়রিকে বলেন, আসামীদের গ্রেপ্তারে পর আদালতে সোপর্দ না করায় তিনি ও তার পরিবারের নিরাপত্তাহীনতায় ভূগছেন। সাবেক সেনা কর্মকর্তা জাকির হোসেন তার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।

ক্রাইম ডায়রি// ক্রাইম