বিএসটিআই রংপুরের সার্ভিল্যান্স অভিযান: মালামাল জব্দ ও জরিমানা

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে  বলে জানিয়েছে রংপুর বিএসটিআই।

বিএসটিআই  রংপুরের সার্ভিল্যান্স অভিযান: মালামাল জব্দ ও জরিমানা
ছবি-ক্রাইম ডায়রি

 ০২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ করা হয় বলে জানিয়েছে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়।

ক্রাইম ডায়রি ডেস্ক:

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিএসটিআই বিভাগীয় কার্যালয়  রংপুর একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে। এসময়  ১ টি প্রতিষ্ঠান সীলগালাসহ ০২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ করা হয় বলে জানিয়েছে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়।

 সুত্র জানায়, সেপ্টেম্বর ২৬, ২০২৩ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের  উদ্যোগে বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এসময় মহানগরের শ্যামলী লেনের বনবিথী এলাকার ৪ নং রোডের ১২ নম্বর বাসায় অভিযান চালিয়ে মেসার্স তিস্তা পিউরিফাইড ড্রিংকিং ওয়াটারকে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জারের খাবার পানি) উৎপাদন,সংরক্ষণ ও বিক্রয় বিতরণ করায় মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে  এবং মহানগরের উমরকুটি এলাকায় অভিযান চালিয়ে   মেসার্স আপন তামান্না ফুড প্রোডাক্টসকে  অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য  -চিপস (ব্রান্ড :পাখি ও বাইসাইকেল) ও চানাচুর (ব্রান্ড :আপন) উৎপাদন,সংরক্ষণ ও বিক্রয় বিতরণ করায় কারখানার উৎপাদন সাময়িক বন্ধ রাখার জন্য কারখানা সীলগালা করা হয়। এসময় প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত সংগ্রহ করা হয় বলে জানা গেছে।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়  এর অফিস প্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে উক্ত অভিযানটিতে আরও উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), জনাব মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)। 

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে  বলে জানিয়েছে রংপুর বিএসটিআই।

ক্রাইম ডায়রি/ আদালত