বগুড়া বিএসটিআইয়ের সার্ভিলেন্স অভিযান

বগুড়া জেলার বিভিন্ন এলাকায় সাভিলেন্স অভিযান পরিচালনা করে বিএসটিআই বগুড়া অফিস।

বগুড়া বিএসটিআইয়ের সার্ভিলেন্স অভিযান
ছবি-ক্রাইম ডায়রি

বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী এর সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস ও বগুড়া অফিসের সহকারী পরিচালক প্রকৌ: অনিমেষ মজুমদার ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রিকে জানান, ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীফা আক্তার স্বর্না:

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ওজন ও পরিমাপ যাচাই ও পণ্য মোড়কজাতকরণ এবং গুণগত মান যাচাই বিষয়ে  বগুড়া জেলার বিভিন্ন এলাকায় সাভিলেন্স অভিযান পরিচালনা করে বিএসটিআই বগুড়া অফিস। বিএসটিআই বগুড়া অফিস সুত্রে জানা গেছে, এই অভিযানে জেলার শাজাহানপুর থানার বীরগ্রাম এলাকার confidence power bogra Ltd, কাহালু থানার পোড়াবাড়ি এলাকার মেসার্স এবিসি ফুড এন্ড বেভারেজ এবং চার ভাই ওয়েব্রিজ স্কেল, মেসার্স বগুড়া জুট এগ্রো ফার্ম এবং বগুড়া সদরের পালশা এলাকার মেসার্স কল্পনা ডিজিটাল স্কেলকে ওজনযন্ত্র যাচাই করে পরিমাপের সঠিক পেয়ে ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। একই দিন শাজাহানপুর থানার মেসার্স শাহ সুলতান ফিলিং স্টেশন, সদরের চারমাথা এলাকার মেসার্স চারমাথা স্টেশন, সাতমাথার মিতালী ফিলিং স্টেশন এর ডিসপেন্সি ইউনিট পরিমাণ সঠিক পেয়ে সিল করা হয়।

এই অভিযান পরিচালনা করেন বগুড়া বিএসটিআইয়ের সহকারী পরিচালক  প্রকৌ: অনিমেষ মজুমদার  এবং মেট্টোলজি বিভাগের পরিদর্শক জনাব মোঃ শাহ আলম পলাশ খাঁন। বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী এর সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস ও বগুড়া অফিসের সহকারী পরিচালক প্রকৌ: অনিমেষ মজুমদার ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রিকে জানান, ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্রাইম ডায়রি/ আদালত