কিশোরগঞ্জ জেলায় পরিবেশ অধিদপ্তরের অবৈধ ইটভাটায় অভিযানঃএক লাখ টাকা জরিমানা
এম এম এস নামক অবৈধ ইটভাটাকে একলক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানটি চালায়।
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতাঃ
পরিবেশ অধিদপ্তর এর বিশেষ অভিযানে কমে এসেছে অবৈধ পরিবেশ ধ্বংসকারী কর্মকান্ড। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় মেসার্স শামীম কনস্ট্রাকশন পরিচালিত এম এম এস নামক অবৈধ ইটভাটাকে একলক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বুধবার অভিযানটি চালায়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ।
পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ জানান,পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ব্যত্যয় ঘটিয়ে অর্থাৎ পরিবেশগত ছাড়পত্র ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় এ অভিযান চালানো হয়।বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ক্রাইম ডায়রি/ আদালত