কাষ্টমস গোয়েন্দাদের অভিযানঃ বন্ড সুবিধার অপব্যবহারঃগার্মেন্টস এর কাঁচামাল এর পরির্বতে বিপুল পরিমাণ সিগারেট

Customs detectives raid: Misuse of bond facility: Large quantity of cigarettes in exchange for garments

কাষ্টমস গোয়েন্দাদের অভিযানঃ বন্ড সুবিধার অপব্যবহারঃগার্মেন্টস এর কাঁচামাল এর পরির্বতে  বিপুল পরিমাণ সিগারেট

ক্রাইম ডায়রি ডেস্কঃ

কাষ্টমস গোয়েন্দাদের অভিযানে বন্ড সুবিধার অপব্যবহার করে গার্মেন্টস এর কাঁচামাল এর পরির্বতে  বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। কাষ্টমস গোয়েন্দা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বন্দরে নিন্মবর্ণিত পণ্য চালান কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা কর্তৃক আটক/খালাস স্থগিত রাখা হয়।

আমদানিকারক কোম্পানী HOP YICK (BANGLADESH) LIMITED গার্মেন্টস পণ্যের কাঁচামাল আমদানীর অনুমতি নিয়ে বিভিন্ন ব্রান্ডের সিগারেট আমদানী করে। কোম্পানীটি ঢাকা ইপিজেড এর গনকবাড়ি এলাকায় অবস্থিত। যার ঠিকানা হলোঃ Plot:61-65,44-46,FSSFB:3-4,SFB:5&6,DEPZ (west),Ganakbari,DHAKA-1349;SAVAR PS;DHAKA (BIN No -000391431-0403) B/E C-200482 তারিখ-03/11/2020, তারিখে Garments acc. ঘোষনায় আমদানি করেন।

কায়িক পরীক্ষায় পণ্য চালানে বন্ড সুবিধার অপব্যবহার ও আইপি জালিয়াতির মাধ্যমে গার্মেন্টস এর কাঁচামাল এর পরির্বতে ঘোষণা বহির্ভুত বিপুল পরিমাণ সিগারেট (বিভিন্ন ব্যান্ডের) পাওয়া যায়।

আমদানী পণ্যর চালান এসে বাংলাদেশে পৌছলে ১২ নভেম্বর,২০২০ইং তারিখে আমদানিকৃত  পণ্যচালানটি C&F : CHANDU CORPORATION,2098/A, CHANDU MANSION 5TH FLOOR,ABIDARPARA SOUTH AGRABAD,CHITTAGONG এর প্রতিনিধির উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয় । কায়িক পরীক্ষায় পণ্য চালানে বন্ড সুবিধার অপব্যবহার ও আইপি জালিয়াতির মাধ্যমে গার্মেন্টস এর কাঁচামাল এর পরির্বতে ঘোষণা বহির্ভুত বিপুল পরিমাণ সিগারেট (বিভিন্ন ব্যান্ডের) পাওয়া যায়। কাষ্টমস সুত্রে জানা গেছে, পণ্যগুলোর  কায়িক পরীক্ষা চলমান রয়েছে । পরীক্ষা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্রাইম ডায়রি// ক্রাইম