টঙ্গী পুলিশের জালে মধ্যরাতের ডাকাতদলঃ গ্রেফতার ১০

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা  হোপলোন গার্মেন্টেসের সামনে মেইন রোডে গতি রোধ করে ডাকাতি করে সব ছিনিয়ে নেয় ডাকাতদল।

টঙ্গী পুলিশের জালে মধ্যরাতের ডাকাতদলঃ  গ্রেফতার ১০
ভিকটিম কারের সামনে থাকা দুটি ট্রাকের কারণে প্রাইভেটকারের গতি কমাতে বাধ্য হন রন্টুর গাড়ির ড্রাইভার। রাস্তার দুই পাশ থেকে ১৩/১৪ জন ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র সহ তাহাদের গাড়ীর চারপাশ ঘিরে ফেলে।
গাজিপুর সংবাদদাতাঃ
গাজিপুর এলাকা হতে গাড়ি ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পুর্ব থানা পুলিশ। এ সময় ডাকাতদের হেফাজতে থাকা ‍ ০৩ (তিন) টি মোবাইল সেট উদ্ধার। জানা গেছে, টঙ্গী পূর্ব থানার  মামলা নং-২৯, (তাং-২৪/০২/২০২২ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)  এর সুত্র ধরে  পুলিশ কমিশনারের নির্দেশে উপ-পুলিশ কমিশনার, অপরাধ(দক্ষিণ) বিভাগ এর তত্ত্বাবধানে এসি টঙ্গী জোনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব ডাকাতদের গ্রেফতার করা হয়।
ঘটনার যেভাবে সুত্রপাতঃ
ফেব্রুয়ারী ২৩, ২০২২ইং গভীর রাত। ভিকটিম শশাংক  সরকার রন্টু (৪১) নেত্রকোনা হতে তার বন্ধুসহ ব্যক্তিগত প্রাইভেটকারে  তারিখে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময়  ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা  হোপলোন গার্মেন্টেসের সামনে মেইন রোডে গতি রোধ করে ডাকাতির শিকার হন। হোপলেন গার্মেন্টস এর সামনে বিশ্বরোডের ফাঁকা রাস্তার অপরাধী চক্র আগে হতেই ওৎ পেতে থাকে। 
ভিকটিম কারের সামনে থাকা দুটি ট্রাকের কারণে প্রাইভেটকারের গতি কমাতে বাধ্য হন রন্টুর গাড়ির ড্রাইভার। রাস্তার দুই পাশ থেকে ১৩/১৪ জন ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র সহ তাহাদের গাড়ীর চারপাশ ঘিরে ফেলে। একপর্যায়ে উক্ত ১৩/১৪ জন ডাকাত তাদেরকে গাড়ী থেকে বের করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা নগদ ৭৭,৬০০/- টাকা, বিভিন্ন ব্রান্ডের ০৬(ছয়)টি মোবাইল ফোন এবং ০১ টি স্বর্ণের আংটি জোরপূর্বক নিয়ে দ্রুত ডাকাতরা পালিয়ে যায়। তাৎক্ষনিক ভয়পেলেও পরে ভিকটিম রন্টু টঙ্গি পূর্ব থানায়  এ বিষয়ে অভিযোগ দায়ের করে।
অভিযান ‍শুরুঃ
মামলার পর পুলিশ সিসি ফুটেজ বিশ্লেষন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বিভিন্ন এলাকা হতে অভিযান পরিচালনা করে। সিসি ফুটেজের বিশ্লেষনে  মোঃ রিমন (২০), নব খগেন্দ্রনাথ রায় (২২), আহাম্মেদ আলী (১৮), মোঃ সজিব হোসেন রাজা (২২),  মোঃ জাহাঙ্গীর (২৯) , মোঃ রনি(১৯), মোঃ হৃদয় (১৯), মেহেদী হাসান মিরাজ (১৯),  মোঃ সাব্বির হোসেন (১৯) এবং খন্দকার শাওন (২১) গ্রেফতার  করে পুলিশ। এসময়  লুন্ঠিত ০৩ (তিন) টি মোবাইল ফোন ও নগদ ৫,৫০০/- টাকা উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে ডাকাতদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, নারী নির্যাতন, ডাকাতির প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা আগে হতেই রয়েছে। ডাকাতরা বিভিন্ন সময়ে ঢাকা-ময়মনসিংহ রোডে গাড়ী আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
ক্রাইম ডায়রি// আইন শৃঙ্খলা