নারায়ণগঞ্জের রুপগঞ্জে প্রবাসীর গাড়িতে ডাকাতি : ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৫
Robbery in expatriate's car in Rupganj, Narayanganj: 5 arrested, including 2 policemen

রূপগঞ্জের পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে দু’পুলিশ সদস্য, এক নৌবাহিনীর সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
সজল শেখ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
দেশের অন্যতম বৃহত্তম ব্যস্ততম নগরী নারায়নগঞ্জ এর রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে প্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জানা গেছে, শনিবার (৯ মার্চ) গভীর রাত পর্যন্ত রূপগঞ্জের পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে দু’পুলিশ সদস্য, এক নৌবাহিনীর সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বরখাস্ত হওয়া পুলিশ কন্সটেবল কাজল ইসলাম, চাকরিরত পুলিশ কন্সটেবল রুবেল, বরখাস্ত হওয়া নৌ সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী।
পূর্বাচল ৩০০ ফিট সড়কের এক জায়গায় এনে তাদের মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিভিন্নভাবে হেনস্তা করেন। বিষয়টি জানাজানি হলে পূর্বাচল হাবিব নগর থেকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের কনস্টেবল রুবেলসহ দু’জনকে আটক করে এলাকাবাসী।
প্রবাসী জসিম উদ্দিন জানান, তার বাড়ি কক্সবাজার এলাকায়। দীর্ঘ দিন ধরে সে ও তার দু’বন্ধু সালাউদ্দিন ও শহীদ মিলে দুবাই থেকে বিভিন্ন মালামাল এনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসা করে আসছে। গত ২ বছর পূর্বে দুবাইয়ে পরিচয় হয় মিরপুর এলাকার সজিব নামে একজনের সাথে। তাদের সাথে সেও ব্যবসায় যোগ দেন।
এদিকে গত বৃহস্পতিবার ভোরে তারা একসাথে মালামাল নিয়ে চারজন দেশে ফিরেন। এয়ারপোর্ট থেকে গাড়ি যোগে ঢাকা নিউমার্কেটের উদ্দেশে রওয়ানা হয়। নিউমার্কেট বাসার নিচে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে আট নয়জন পুলিশ, নৌ বাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাদের কাছে অবৈধ মালামাল আছে অভিযোগ করে থানায় যেতে বলে।
এ নিয়ে প্রথমে তাদের সাথে কথাকাটাকাটির পর জোর পূর্বক তিন বন্ধু সালাউদ্দিন, জসিমউদ্দিন ও শহীদকে বিদেশ থেকে আনা স্বর্ণালংকার ও বিভিন্ন মালামালসহ পুলিশের ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ ও একটি প্রাইভেটকারে তুলে নেয়। অন্য গাড়িতে কৌশলে পালিয়ে যায় সজিব। কিন্তু তাদেরকে থানায় না নিয়ে একটি প্রাইভেটকার মিরপুর ও পুলিশের ব্যবহৃত ডাবল কেবিন পিকআপ পূর্বাচল ৩০০ ফিট সড়কের এক জায়গায় এনে তাদের মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিভিন্নভাবে হেনস্তা করেন। বিষয়টি জানাজানি হলে পূর্বাচল হাবিব নগর থেকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের কনস্টেবল রুবেলসহ দু’জনকে আটক করে এলাকাবাসী। পরে র্যাব-১-এর কাছে তাদেরকে হস্তান্তর করে। ওই ঘটনার সূত্র ধরে র্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
রাজধানী মিরপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে ছিনতাই হওয়া বিভিন্ন মালামালসহ আটক করা হয় তিন ডাকাত সদস্যকে। লুট হওয়া ১৬ ভরি স্বর্ণালংকার, সাতটি ল্যাপটপ, ২৮টি মোবাইল ফোন, ৫৩ কার্টুন সিগারেট, ৫৯ কৌটা গুড়া দুধ, ৭৮ সেট থ্রি পিস, ৩৮৪টি প্রসাধনী ক্রিম উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পুলিশের ডাবল কেবিন পিকআপ, একটি প্রাইভেটকার, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকি-টকি ও আইনশৃংখলাবাহিনীর পোশাক।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘একটি সংঘবদ্ধ ডাকাত চক্র নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের তুলে নিয়ে তাদের মালামাল লুট করে নিয়ে যায়। পূর্বাচলের হাবিব নগর ও মিরপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডাকাত সদস্য একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য, একজন চাকুরিচ্যুত নৌ বাহিনীর সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত পুলিশ কনস্টেবল রুবেল। সে গাড়ি চালাত। সে পুলিশের গাড়ি নিয়ে ডাকাতির কাজে অংশ নেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতার করে লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি দৈনিক ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি’র প্রতিনিধিকে জানান।
ক্রাইম ডায়রি// অপরাধ