নড়াইলের কালিয়ায় হাসপাতালে প্রসুতির মৃত্যুঃ জেলা প্রশাসনের নজরদারী কামণা জনতার

এর আগেও যেহেতু মৃত্যুর অভিযোগ এসেছে এবং স্থানীয়দের অনেকেই দাবী করছেন যে, হাসপাতালে যথাযথ অনৃুমোদন থাকলে পরিবেশ অনুপযোগী থাকতনা। তাই স্থানীয় সুশিল সমাজ জেলা প্রশাসনের হস্থক্ষেপ কামণা করছেন। যথাযথ খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করলে হাসপাতাল হয় ভালভাবে চলবে নয়তো দেখতে হবেনা আর কোন অসহায় মৃত্যু।

নড়াইলের কালিয়ায় হাসপাতালে প্রসুতির মৃত্যুঃ জেলা প্রশাসনের নজরদারী কামণা জনতার
ছবি-ক্রাইম ডায়রি

 

স্থানীয় লোকজনের অভিযোগ, বেসরকারি হাসপাতালটি চার বছর ধরে চললেও সেখানে সার্বক্ষণিক কোনো চিকিৎসক থাকেন না। প্রশিক্ষণপ্রাপ্ত নার্সও নেই। অস্ত্রোপচারকক্ষের অবস্থা একেবারেই শোচনীয়। এর আগেও এখানে কয়েকজন প্রসূতির মৃত্যু হয়েছে। মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা সবকিছু ‘ম্যানেজ’ করেছে।
নড়াইল সংবাদদাতাঃ
মাহফুজা খানম হাসপাতালের একজন রিসেপশনিস্ট। তিনি সাংবাদিকদের বলেন, ‘রোগীর প্রেশার (রক্তচাপ) কম ছিল, সিজার করার আগেই রোগী মারা গিয়েছিলেন। কীভাবে মারা গেছেন, তা জানি না। এ ঘটনা নড়াইলের কালিয়ার একটি ক্লিনিকের। 
মে ৭,২০২২ইং শনিবার নড়াইলের কালিয়ায় একটি ক্লিনিকে অস্ত্রোপচার করতে গিয়ে গর্ভজাত সন্তানসহ এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটিও গঠন করেছেন নড়াইলের সিভিল সার্জন। গত শুক্রবার দুপুরে উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া বাজারে হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের ক্লিনিকে এ ঘটনা ঘটে। 
স্থানীয় লোকজনের অভিযোগ, বেসরকারি হাসপাতালটি চার বছর ধরে চললেও সেখানে সার্বক্ষণিক কোনো চিকিৎসক থাকেন না। প্রশিক্ষণপ্রাপ্ত নার্সও নেই। অস্ত্রোপচারকক্ষের অবস্থা একেবারেই শোচনীয়। এর আগেও এখানে কয়েকজন প্রসূতির মৃত্যু হয়েছে। মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা সবকিছু ‘ম্যানেজ’ করেছে।
জানা গেছে, নিহত  শিউলি বেগম (২৫) কালিয়ার খাঁশিয়াল ইউনিয়নের পেচী ডুমুরিয়া গ্রামের আকবর হোসেন মোল্লার মেয়ে। তাঁর স্বামী গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম শুকতাইল গ্রামের ইজিবাইকের চালক জিন্নাত আলী। তাঁদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
 
নিহতের স্বামী জিনাত আলী সাংবাদিকদের  জানান, ওই ক্লিনিকে তাঁর স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করাতে শুক্রবার সকাল নয়টার দিকে ভর্তি করানো হয়। ভর্তির ত্রিশ মিনিটের মধ্যে তাঁকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। একজন চিকিৎসক অস্ত্রোপচার করতে সেখানে ঢোকেন। প্রায় এক ঘণ্টা পর ওই ক্লিনিকের সামনে একটি অ্যাম্বুলেন্স আসে। ক্লিনিকের ৫-৬ জন কর্মী শিউলিকে অ্যাম্বুলেন্সে তুলতে যান। তাঁরা বলতে থাকেন, রোগীর রক্তচাপ কমে গেছে, খুলনায় নিতে হবে।
তখন রোগীর স্বজনেরা উত্তেজিত হলে রোগীকে ফেলে ক্লিনিকের প্রধান ফটক আটকে দেন কর্মীরা। একজন চিকিৎসক দ্রুত বের হয়ে ক্লিনিক থেকে চলে যান। পেছনের দরজা দিয়ে অন্যরা পালিয়ে যান। এ সময় শিউলিকে মৃত অবস্থায় পাওয়া যায়। গর্ভজাত সন্তানটি তাঁর পেটের মধ্যেই আছে।
Maternity death at Kalia Hospital in Narail:District administration needs surveillance

জিন্নাত আলী বলেন, ‘আমার চার বছরের একটি মেয়ে আছে। তার ভবিষ্যতের কথা চিন্তা করে সাড়ে তিন লাখ টাকায় বিষয়টি মীমাংসা হয়েছে। তাই থানায় অভিযোগ করিনি। শুক্রবার রাতেই লাশ দাফন করা হয়েছে।’

কিন্তু একজন জিনাত আলীই শুধু ভুক্তভোগী নন এখানকার। তাই স্থানীয় জনগনও বিষয়টি জানতে পেরে প্রতিবাদী হয়ে ওঠে।  এর প্রেক্ষিতে নড়াইলের সিভিল সার্জন নাছিমা আকতার শনিবার সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান,  তিনি ঘটনা জানার পর পরই কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল মল্লিককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।  এ কমিটি পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সবকিছু জানা যাবে।

স্থানীয় নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা  বলেন, ঘটনার সময়ে খবর পেয়ে পরিস্থিতি সামলাতে সেখানে পুলিশ গিয়েছিল। রোগীর স্বজনেরা অভিযোগ না করায় আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় জনগন জানান, কোন চিকিৎসক এখানে সার্বক্ষনিক পাওয়া যায়না। চিকিৎসকের বিষয়ে রোগীর স্বজনেরাও কিছু জানাতে পারেননি। খোঁজ নিয়ে জানা গেছে, শরিফুল নামের একজন চিকিৎসক ওই অস্ত্রোপচার করতে গিয়েছিলেন। তাঁর পরিচয় জানা যায়নি।

নিবন্ধন ছাড়াই হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলার বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন নাছিমা আকতার বলেন, মালিকপক্ষ নিবন্ধনের জন্য গত বছর ও এ বছর আবেদন করেছে। পরিদর্শনের পর নিবন্ধন দেওয়া যায় কি না, সে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে নিবন্ধন ছাড়াই কিভাবে চলছে এ হাসপাতাল এ প্রশ্ন এখন জনগনের মুখে মুখে।

স্থানীয় জনগন মনে করেন যেহেতু হাসপাতালের চিকিৎসার গাফিলাতি নিয়ে অভিযোগ উঠছে বারংবার তবুও অনুমোদনহীন এ হাসপাতাল কিভাবে নিবন্ধন পাবার আগেই দীর্ঘসময় ধরে চলছে এবং কাকে ম্যানেজ করে চলছে তা খতিয়ে দেখা সময়েব দাবী ।

ক্রাইম ডায়রি//ক্রাইম