মিরপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার

সেই সাথে যারা আমাদের পরিবার কে হেয় করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মিরপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার
ছবি-ক্রাইম ডায়রি

স্থানীয় কিছু চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা অপপ্রচারে লিপ্ত রয়েছে। 

মিরপুর  প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুরের মাজার রোডে অদ্ভুত রকমের অপপ্রচারের শিকার হয়েছেন ব্যবসায়ী আবু রায়হান। কাল্পনিক ও হাস্যকর অভিযোগ দিয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ভুঁইফোড় অনলাইন পোর্টালে ও দেশ বিদেশ নামের কথিত ইউটিউব চ্যানেলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এই ব্যবসায়ী।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন কথা বলেন তিনি। তিনি জানান, স্থানীয় কিছু চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এদের মাদক ব্যবসা ও ভূমিদস্যুতার প্রতিবাদ করায় তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। সম্প্রতি মিরপুর এলাকায় ছাত্রদের উপর হামলায় মো: বাতেন ও তার দলবল জড়িত ছিল।

ব্যবসায়ী আবু রায়হান আরও বলেন, দখলবাজির হাস্যকর অভিযোগ এনে আমার বিরুদ্ধে ভুয়া আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর পোষ্ট দেওয়া হয়েছে। পরে অনলাইন পত্রিকায় একইভাবে অপপ্রচার চালানো হয়। আদতে জমি দখল ও মাদক ব্যবসার সাথে আমি কোন ভাবেই জড়িত নই। ব্যবসায়ী আবু রায়হান জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই লুটেরাগোষ্ঠী ও তাদের সাঙ্গ-পাঙ্গরা আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু করে।

তাদের একের পর এক ষড়যন্ত্র সফল না হলে তারা শুরু করে ব্যক্তিগত আক্রমণ। আবু রায়হানের ছেলে নওরোজ এরফান জানান, আমরা পরিবহণ ব্যবসার সাথে সম্পৃক্ত। সরকারের কাছে আমার বাবা ও আমরা ব্যবসায়ীরা নিরাপত্তা দাবি করছি।

সেই সাথে যারা আমাদের পরিবার কে হেয় করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। স্থানীয়রা জানায়, মিরপুর এলাকায় কয়েকজন মাদককারবারি ও চাঁদাবাজরা তাদের অপরাধমুলক কর্মকান্ডের প্রতিবাদ করলে ব্যবসায়ী আবু রায়হানের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়। যার ফলে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়।

ক্রাইম ডায়রি // ক্রাইম