দুদক বার্তার নামে বিজ্ঞাপন ও টাকা চেয়ে প্রতারনাঃ দুদকের সতর্ক বার্তা

দুদক জানিয়েছে, এমন কোন চিঠি বা মেইল কোথায়ও প্রেরন করা হয়নি এবং দুদক প্রকাশিত ত্রৈমাসিক দুদক বার্তার জন্য কোন প্রকার বিজ্ঞাপন গ্রহণ করা হয়না।

দুদক বার্তার নামে  বিজ্ঞাপন ও টাকা চেয়ে প্রতারনাঃ দুদকের সতর্ক বার্তা
অরিজিনিয়াল দুদক বার্তা।ছবি-ক্রাইম ডায়রি

দুদকের ত্রৈমাসিক প্রকাশনা দুদকবার্তার জন্য কোন বিজ্ঞাপন নেয়া হয়না। সুতরাং বিজ্ঞাপন চেয়ে চিঠি প্রদানের প্রশ্নই আসেনা

ক্রাইম ডায়রি ডেস্কঃ

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ত্রৈমাসিক প্রকাশনা দুদক বার্তার নামে বিভিন্ন প্রতিষ্ঠানে ই-মেইল করে বিজ্ঞাপনী সহযোগীতা চেয়ে বার্তা প্রেরন করা হচ্ছে। দুদক জানিয়েছে, এমন কোন চিঠি বা মেইল কোথায়ও প্রেরন করা হয়নি এবং দুদক প্রকাশিত ত্রৈমাসিক দুদক বার্তার জন্য কোন প্রকার বিজ্ঞাপন গ্রহণ করা হয়না। 

প্রতারকদের পাঠানো চিঠি

ভুক্তভোগী কয়েকটি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে,  দুদকের নাম ও লোগো সম্বলিত একটি ই মেইল ঠিকানা ব্যবহার করে একদল প্রতারক সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা সংগ্রহ করে ই মেইল কিংবা চিঠি প্রেরণ করে দুদকের প্রকাশনা দুদক বার্তার প্রকাশনার জন্য বিজ্ঞাপন ও  আর্থিক সহায়তা চাওয়া হয়। 

এই ফাঁদে পড়ে ইতোমধ্যে অনেকে প্রতারকদের নগদ একাউন্টে টাকাও পাঠিয়েছেন।  ভদ্র প্রতারকরা টাকা পেয়ে ধন্যবাদ দিয়ে ফিরতি মেইলও প্রেরণ করেছ। 

দুদকের ত্রৈমাসিক প্রকাশনা দুদকবার্তার জন্য কোন বিজ্ঞাপন নেয়া হয়না। সুতরাং বিজ্ঞাপন চেয়ে চিঠি প্রদানের প্রশ্নই আসেনা

জানাগেছে, jahangir.acc.org.bd@gmail.com এই ই-মেইল হতে অনলাইনে সরব এমন উৎপাদনমুখী প্রতিষ্ঠান গুলোর ই মেইল ঠিকানায় প্রথমে  মেইল প্রেরণ করে এবং সেই ইমেইলে প্রতিষ্ঠানটিকে দুদক বার্তার জন্য প্রচছন্ন হুমকিতে বিজ্ঞাপনী সহযোগীতা চাওয়া হয়।

অরিজিনিয়াল দুদকবার্তা

নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীর ই মেইল চেক করে দেখা গেছে মেইলের নিচে জাহাঙ্গীর, ডিডি এসিসি এর নাম ও একটি টেলিফোন ও মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে।  

মেইলগুলিতে সাধারনতঃ দু-একদিনের মধ্যে  কাজ করতে বাধ্য করা হয়। আগের দিন মেইল দিয়ে পরেরদিনই পেমেন্ট ইস্যু নিয়ে নগদ একাউন্ট নম্বর দেয়া হয়। টাকা না পাওয়া পর্যন্ত কল  দিয়ে আতংকের মধ্যে রেখে পেমেন্ট নিশ্চিতও করা হয়।

 ভুয়া দুদক বার্তা

এ ব্যাপারে জানতে চাওয়া হলে দুদকের বিজ্ঞ মুখপাত্র মাননীয় উপপরিচালক জনাব আরিফ সাদেক ক্রাইম ডায়রিকে বলেন, দুদকের ত্রৈমাসিক প্রকাশনা দুদকবার্তার জন্য কোন বিজ্ঞাপন নেয়া হয়না। সুতরাং বিজ্ঞাপন চেয়ে চিঠি প্রদানের প্রশ্নই আসেনা। তাছাড়া দুদকের ত্রৈমাসিক প্রকাশনা দুদক বার্তার প্রথম পাতায় ফুটার লাইনে এ সংক্রান্ত ঘোষণাও দেয়া আছে বলে তিনি অবহিত করেন।

দুদকের ত্রৈমাসিক প্রকাশনা দুদক বার্তা ও প্রতারকদের দেয়া পত্রিকার ডেমোতেও নকলের বিষয়টি সুস্পষ্ট। কারন দুদক কর্তৃক প্রকাশিত পত্রিকাটি ত্রৈমাসিক কিন্তু প্রতারকরা সেখানে মাসিক উল্লেখ করেছে। এছাড়া তারা অসংখ্য বিজ্ঞাপন সংবলিত ডেমো দেখিয়েছে। কিন্তু দুদক বার্তায় কোন বিজ্ঞাপন নেই।

এ বিষয়ে অপরাধ গবেষক আতিকুল্লাহ আরেফিন রাসেল  বলেন, প্রযুক্তির  যুগে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতারনা খুব সহজে করা যায় বিধায় এ ধরনের অপরাধ সংগঠিত হতেই পারে কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকা ও যাচাই বাছাই করা ভুক্তভোগীরও দায়িত্ব।  তিনি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোন ইস্যু সামনে আসলে সাথে সাথে ৯৯৯ এ কল করে কিংবা সাইবার সিকিউরিটি পুলিশের মাধ্যমে যাচাই-বাছাই করার পরামর্শ দেন।

দুদক সংক্রান্ত যে কোন বিষয় জানতে দুদকের হটলাইনে কিংবা ভেরিফাইড ফেসবুক পেইজের মাধ্যমে জানা ও সতর্ক হবার সুযোগ আছে বলে জানিয়েছে দুদক। দুদকের যে কোন বিষয়ে প্রতারিত না হতে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দুদক।

ক্রাইম ডায়রি / অপরাধ