পরাশক্তি রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দী যুক্তরাষ্ট্র-- ভ্লাদিমির পুতিন
Superpower Russia's main rival is the United States -- Vladimir Putin

আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নৌবাহিনীর একটি নতুন ডকট্রিনে স্বাক্ষর করেছেন। সেখানে তিনি সরাসরিই যুক্তরাষ্ট্রকে রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই ডকট্রেইনে আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষাও নির্ধারণ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাবেক সোভিয়েত সাম্রাজ্যের রাজধানীতে সেন্ট পিটার্সবার্গের রাশিয়ার নৌবাহিনী দিবসে বক্তৃতাকালে রোববার পুতিন আগামী কয়েকমাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে জিরকন ক্রুজ মিসাইল যুক্ত হওয়ার ঘোষণা দেন।
এ সময় তিনি রাশিয়াকে একটি মহান সমুদ্র শক্তিকে পরিণত করার জন্য জার পিটার দ্য গ্রেটের প্রশংসা করেন। অবশ্য পুতিন সরাসরি ইউক্রেনের কথা উল্লেখ করেননি।
ক্রাইম ডায়রি/ আন্তর্জাতিক