মেহেরপুর সাবরেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানঃ যেখানে ঝাড়ুদারের পকেটেও মেলে ঘুষের টাকা

ACC raid on Meherpur sub-registry office: where bribe money is found in broom pocket

মেহেরপুর সাবরেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানঃ যেখানে ঝাড়ুদারের পকেটেও  মেলে ঘুষের টাকা

পরবর্তীতে টিম উক্ত দপ্তরে তল্লাশি চালিয়ে এক পরিচ্ছন্নতাকর্মীর নিকট হতে নগদ ৭৪ হাজার টাকা উদ্ধার করে, যার গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি দুদক টিমের নিকট উপস্থাপন করতে ব্যার্থ হন। টিম পরবর্তী কার্যক্রমের জন্য উল্লিখিত অর্থ জব্দ করে কর্তৃপক্ষের হেফাজতে প্রদান করে।

অনলাইন ডেস্কঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ও দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে মেহেরপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালিত হয়েছে। নানাবিধ অনিয়ম এবং সেবাগ্রহীতাদের নিকট হতে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে এই অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে দুদক সুত্রে জানা গেছে।  সরেজমিন অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে সাব-রেজিস্ট্রি অফিসের আশেপাশে অবস্থান নেয় এবং কার্যক্রম পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে প্রায় প্রতিটি দলিল বাবদ গ্রহীতাদের নিকট হতে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। পরবর্তীতে টিম উক্ত দপ্তরে তল্লাশি চালিয়ে এক পরিচ্ছন্নতাকর্মীর নিকট হতে নগদ ৭৪ হাজার টাকা উদ্ধার করে, যার গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি দুদক টিমের নিকট উপস্থাপন করতে ব্যার্থ হন। টিম পরবর্তী কার্যক্রমের জন্য উল্লিখিত অর্থ জব্দ করে কর্তৃপক্ষের হেফাজতে প্রদান করে। অভিযানকালে প্রাপ্ত অনিয়মের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম বলে জানা গেছে। 

ক্রাইম ডায়রি // ক্রাইম